আর্মেনিয়ার এসইউ-২৫ ভূপাতিত করেছে তুরস্কের এফ-১৬!

বিতর্কিত নাগর্নো-কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যকার দ্বন্দ্বের মধ্যেই আর্মেনিয়া জানিয়েছে যে তাদের একটি যুদ্ধ বিমান তুরস্ক ভূপাতিত করেছে।
ছবি: রয়টার্স

বিতর্কিত নাগর্নো-কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যকার দ্বন্দ্বের মধ্যেই আর্মেনিয়া জানিয়েছে যে তাদের একটি যুদ্ধ বিমান তুরস্ক ভূপাতিত করেছে।

আর্মেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি জানায়, আর্মেনিয়ার আকাশ সীমায় তুর্কি এফ-১৬ যুদ্ধ বিমান আর্মেনিয়ার একটি এসইউ-২৫ কে ভূপাতিত করে। এই ঘটনায় পাইলট নিহত হয়েছেন। 

তবে, এই সংঘাতে আজারবাইজানকে সমর্থনকারী তুরস্ক অভিযোগ অস্বীকার করেছে।

আজারবাইজান অবশ্য বারবার জানিয়েছে যে তাদের বিমান বাহিনীতে যুক্তরাষ্ট্রে তৈরি কোনো এফ-১৬ যুদ্ধ বিমান নেই। কিন্তু তুরস্কের আছে।

এই সংঘাতে তুরস্ক আজারবাইজানকে সমর্থন দিচ্ছে। আর্মেনিয়ায় রাশিয়ার সামরিক ঘাঁটি আছে। মস্কো অবিলম্বে সেখানে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।

বিতর্কিত ওই পাহাড়ি এলাকা নিয়ে তিন দিনের সংঘর্ষে বেসামরিক নাগরিকসহ দুই পক্ষের প্রায় শতাধিক সৈন্য নিহত হয়েছেন। 

নাগর্নো-কারাবাখ আনুষ্ঠানিকভাবে আজারবাইজানের একটি ছিটমহল হলেও ১৯৯৪ সাল থেকে এটি আর্মেনিয়ানদের নিয়ন্ত্রণে রয়েছে।

Comments