মুরারিচাঁদ কলেজে ধর্ষণ: আসামি মাহফুজুর ৫ দিনের রিমান্ডে

সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি মাহফুজুর রহমান মাসুদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ (বুধবার) দুপুরে মাহফুজুরকে সিলেট মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হলে বিচারক মো. আবুল কাশেম তার রিমান্ড মঞ্জুর করেন।
দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) অমূল্য কুমার চৌধুরী।
এর আগে, গত সোমবার মামলার আসামি সাইফুর রহমান, অর্জুন লস্কর ও রবিউল ইসলাম এবং মঙ্গলবার শাহ মো. মাহবুবুর রহমান রনি, রাজন আহমদ ও আইনুদ্দিনের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন সিলেট মহানগর হাকিম-২ আদালতের বিচারক সাইফুর রহমান।
গত শুক্রবার মুরারিচাঁদ কলেজ ছাত্রাবাসে সংঘটিত এ ধর্ষণের ঘটনায় সেই রাতে ছয় জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী নারীর স্বামী।
এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যার মধ্যেই এজাহারে থাকা সব আসামিসহ জড়িত আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
Comments