ফ্রেঞ্চ ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিলেন সেরেনা

চোট পুরনোই। তবে তা কাটিয়েও উঠেছিলেন তিনি। প্রথম রাউন্ড সফলভাবেই পার হয়েছিলেন। কিন্তু গোড়ালির সে চোট বেড়ে যাওয়ায় শেষ পর্যন্ত সরে দাঁড়াতেই হলো সেরেনা উইলিয়ামসকে। ফ্রেঞ্চ ওপেনের চলতি আসরে আর দেখা যাবে না ২৩টি গ্রান্ডস্লাম জয়ী এ তারকাকে।
serena williams
ছবি: এএফপি

চোট পুরনোই। তবে তা কাটিয়েও উঠেছিলেন তিনি। প্রথম রাউন্ড সফলভাবেই পার হয়েছিলেন। কিন্তু গোড়ালির সে চোট বেড়ে যাওয়ায় শেষ পর্যন্ত সরে দাঁড়াতেই হলো সেরেনা উইলিয়ামসকে। ফ্রেঞ্চ ওপেনের চলতি আসরে আর দেখা যাবে না ২৩টি গ্রান্ডস্লাম জয়ী এ তারকাকে।

বুধবার দ্বিতীয় রাউন্ডের ম্যাচে বুলগেরিয়ার সেতানা পিরোনকোভার মুখোমুখি নামার কথা ছিল সেরেনার। কিন্তু চোটের কারণে টুর্নামেন্ট থেকেই নিজের নাম প্রত্যাহার করে নেন ৩৯ বছর বয়সী এ তারকা।

নাম প্রত্যাহার করে নেওয়ার পর সাংবাদিক সম্মেলনে তিনবারের ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন বলেন, 'আমার মনে হচ্ছে আমাকে চার থেকে ছয় সপ্তাহ কোনো কাজ না করে বসে থাকতে হবে। আমরা হাঁটতেও অসুবিধা হচ্ছে। আমাকে পুনর্বাসন করতে হবে।'

নিজের ইনজুরির কতোটা গুরুতর তা জানিয়ে বলেন, 'অ্যাকিলিস এমন একটি আঘাত যা নিয়ে আপনি খেলতে চাইবেন না - আমার মনে হয় এটি সবচেয়ে বাজে ইনজুরির একটি। সেই পর্যায়ে যেতে চাই না, আমি চাই এটা দ্রুত ভালো হয়ে যাক।'

তবে চোট যত মারাত্মকই হোক খুব শীগগিরই আবার মাঠে ফেরার প্রত্যয় ঝরে তার কণ্ঠে, 'এই ধরনের চোটকে হালকা করে নেওয়া যায় না। আমি টেনিস ভালোবাসি। প্রতিযোগিতাও ভালোবাসি। এটা আমার কাজ এবং আমি খুব ভালোভাবেই তা পারি।'

ইউএস ওপেনের সেমিফাইনালে ভিক্টোরিয়া আজারেঙ্কার বিরুদ্ধে খেলতে নেমেই চোট পেয়েছিলেন উইলিয়ামস।

গত সোমবার নারীদের এককে নিজ ম্যাচে সহজেই জয় পেয়েছিলেন সেরেনা। স্বদেশী ক্রিস্টি আহনের বিপক্ষে ৭-৬ ও ৬-০ গেমে জয় তুলে দ্বিতীয় রাউন্ডে নাম লিখিয়ে ছিলেন বিশ্বের ৬ নম্বর বাছাই এ তারকা।

উল্লেখ্য, ২০১৮ সালেও ফ্রেঞ্চ ওপেনে মারিয়া শারাপোভার বিপক্ষে মাঠে নামার আগে চোটের কারণে নাম প্রত্যাহার করেছিলেন সেরেনা।

Comments

The Daily Star  | English

219 garment factories closed in Ashulia amid labour unrest

There was no report of any attack or vandalism of any factory, or any road blockade anywhere in the area.

10m ago