খাগড়াছড়িতে সংঘবদ্ধ ধর্ষণ: মূল সন্দেহভাজন আসামি ২ দিনের রিমান্ডে
খাগড়াছড়িতে চাকমা নারীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় আটক মূল সন্দেহভাজন আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বুধবার খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রশিদ বিষয়টি নিশ্চিত করেন।
ওসি মো. রশিদ জানান, খাগড়াছড়ির একটি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আজ বিকেলে পুলিশ মো. আমিন ওরফে নুরুল আমিনকে সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত দুই দিন রিমান্ড মঞ্জুর করেন।
ওসি বলেন, ‘চাকমা নারীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় পলাতক অন্য দুই আসামিকেও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।’
গত ২৪ সেপ্টেম্বর নয়জন দুষ্কৃতিকারীরা অস্ত্রের মুখে খাগড়াছড়ির বলপিয়ে আদাম এলাকায় ভুক্তভোগীকে হাত-পা বেঁধে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে।
এ ঘটনায় গ্রেপ্তার হওয়া সাত জনের মধ্যে ছয় জন গত রোববার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
আরও বলুন:
খাগড়াছড়িতে ধর্ষণ: আদালতে ৬ আসামির জবানবন্দি
খাগড়াছড়িতে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িতরা ডাকাত দলের সদস্য: পুলিশ
ধর্ষণের সুষ্ঠু বিচার দাবিতে খাগড়াছড়িতে ছাত্র সংগঠনের মানববন্ধন
Comments