খুলনায় নবম শ্রেণির ছাত্র বাপ্পী হত্যায় ১ জনের ফাঁসি ও ৫ জনের যাবজ্জীবন

খুলনা মহানগরের খালিশপুর থানার প্লাটিনাম জুট মিলস্ স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী মফিজুল ইসলাম বাপ্পী (১৬) হত্যা মামলায় একজনের ফাঁসি ও পাঁচ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আদালত ফাঁসির আসামি ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিদের ২০ হাজার টাকা করে জরিমানাও করেছেন।
Gavel

খুলনা মহানগরের খালিশপুর থানার প্লাটিনাম জুট মিলস্ স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী মফিজুল ইসলাম বাপ্পী (১৬) হত্যা মামলায় একজনের ফাঁসি ও পাঁচ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আদালত ফাঁসির আসামি ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিদের ২০ হাজার টাকা করে জরিমানাও করেছেন।

খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এস এম আশিকুর রহমান আজ বুধবার দুপুরে এ রায় ঘোষণা করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুই আসামিকে খালাস দেওয়া হয়।

রায় ঘোষণার সময় আদালতে ফাঁসির দণ্ডাদেশ পাওয়া আসামি এবং যাবজ্জীবন সাজা হওয়া দুইজন উপস্থিত ছিলেন। অন্যরা পলাতক রয়েছেন।

ফাঁসির দণ্ড পাওয়া আসামি হলেন মো. রকি (৩২)। যাবজ্জীবন সাজা পেয়েছেন—মো. নজরুল (৩৩), মো. রবিউল (২৮), মো. আল আমিন (২৮), মো. মিলন (৩০) ও মুজিব হাওলাদার (২৮)।  খালাস পেয়েছেন ইব্রাহিম ওরফে বাহাদুর (৩০) ও মো. হাসান (৩৩)। তারা সবাই প্লাটিনাম জুট মিলস্ কলোনি এলাকার বাসিন্দা।

মামলায় রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর কাজি সব্বির আহম্মেদ ডেইলি স্টারকে বলেন, বাপ্পীকে পিটিয়ে হত্যার ঘটনার পরদিন নিহতের ভাই হাফিজুর রহমান খালিশপুর থানায় মামলা করেন। গ্রেপ্তার হওয়ার পর আসামি রকি ও নজরুল আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। ২০১২ সালের ৩১ মার্চ আদালতে ৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।

মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, খুলনার আইনজীবী মো. মোমিনুল ইসলাম জানান, ২০১০ সালের ১০ অক্টোবর সন্ধ্যায় প্লাটিনাম স্কুল মাঠে বাপ্পী তার বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিল। এসময় পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা বাপ্পীর বন্ধু রাজুর ওপর হামলা করে। বন্ধুকে বাঁচাতে বাপ্পী এগিয়ে গেলে তাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। স্থানীয় লোকজন বাপ্পীকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেই রাতেই তার মৃত্যু হয়।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago