তৃতীয় রাউন্ডে নাদাল
তৃতীয় রাউন্ডে উঠেছেন ফরাসি ওপেনের অন্যতম ফেভারিট রাফায়েল নাদাল। সরাসরি সেটে যুক্তরাষ্ট্রের ম্যাকেঞ্জি ম্যাকডোনাল্ডকে হারান প্রতিযোগিতাটির রেকর্ড ১২ বারের চ্যাম্পিয়ন এ স্প্যানিশ তারকা। তার সঙ্গে জয় পেয়েছেন সাবেক চ্যাম্পিয়ন স্তানিস্লাস ভাভরিঙ্কা ও ইউএস ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন ডমিনিক টিমও।
বুধবার রোলাঁ গারোঁয় ক্লে কোর্টে যুক্তরাষ্ট্রের ম্যাকেঞ্জি ম্যাকডোনাল্ডকে ৬-১, ৬-০ ও ৬-৩ গেমে হারান দ্বিতীয় বাছাই নাদাল। পরের রাউন্ডে ইতালির স্তেফানো ত্রাভাগলিয়ার বিপক্ষে লড়বেন তিনি। এদিন জাপানের নিশিকোরিকে ৬-৪, ২-৬, ৪-৬ (৯-৭), ৪-৬ ও ৬-২ গেমে হারান এ ইতালিয়ান।
অপর ম্যাচে জার্মানির ডমিনিক কোয়েপফারকে ৬-৩, ৬-২, ৩-৬ ও ৬-১ গেমে হারান ভাভরিঙ্কা। যুক্তরাষ্ট্রের জ্যাক সককে ৬-১, ৬-৩, ৭-৬ (৮-৬) গেমে হারান টিম। ৬ নম্বর বাছাই জার্মানির আলেকজান্ডার ভেরাভ ২-৬, ৬-৪, ৭-৬ (৭-৫), ৪-৬ ও ৬-৪ গেমে হারিয়েছেন পেরি-হজেস হারবার্টকে।
নারী এককে ইনজুরির কারণে আগেই সরে দাঁড়িয়েছেন প্রতিযোগিতার তিনবারের চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস। এবার দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন ১০ নম্বর বাছাই ভিক্টোরিয়া আজারেঙ্কাও। স্লোভাকিয়ার আনা কারোলিনার কাছে ৬-২ ও ৬-২ গেমে হেরে যান তিনি।
শীর্ষ তারকা রোমানিয়ার সিমোনা হালেপ স্বদেশি ইরিনা কামেলিয়াকে ৬-৩ ও ৬-৪ গেমে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠেছেন। সারা ইরানিকে ৭-৬ (৭-৫), ৩-৬ ও ৯-৭ গেমে হারিয়েছেন ৫ নম্বর বাছাই কিকি বার্টেন্স। ৩ নম্বর বাছাই এলিনা ভিতোলিনা ৬-৩, ০-৬ ও ৬-২ গেমে হারিয়েছেন মেক্সিকোর রেনাতা জারাজুয়াকে।
Comments