সাড়া ফেলেছে নুসরাত ফারিয়ার নতুন গানের টিজার

নুসরাত ফারিয়া। ছবি: সংগৃহীত

চিত্রনায়িকা নুসরাত ফারিয়া দুবছর আগে নিজের গাওয়া প্রথম গান ‘পটাকা’ প্রকাশ করে বেশ আলোচনায় ছিলেন। এরপর দীর্ঘ প্রস্তুতি নিয়ে তৈরি করেছেন তার গাওয়া দ্বিতীয় গান ‘আমি চাই থাকতে’।

গানটি নুসরাতের জন্য তৈরি করেছেন কানাডার জনপ্রিয় র‌্যাপার-কম্পোজার মাস্টার ডি। গতকাল বুধবার সন্ধ্যায় ‘আমি চাই থাকতে’ গানটির ২০ সেকেন্ডের একটি ছোট ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়। এটি বেশ সাড়া ফেলে দর্শকদের মাঝে।

নুসরাত ফারিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, ‘নতুন গানটির মিউজিক ভিডিও তৈরি হয়ে আছে। পরিচলনা করেছেন বাবা যাদব। এখন অপেক্ষা শুধু মুক্তির জন্য। গানটি প্রকাশ করবো অক্টোবরের প্রথমদিকে ভারতের প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে। করোনা মহামারি শুরু হওয়ার আগে দেশের বাইরে গানটির ভিডিও শুটিং হয়েছে। সঙ্গে থাকছে বেশকিছু চমক।’

নুসরাত ফারিয়া ২০১৫ সালে ‘আশিকী’র মাধ্যমে চলচ্চিত্রে আসেন। এরপর একে একে ‘হিরো ৪২০’, ‘বাদশা দ্য ডন’, ‘বস-টু’, ‘প্রেমী ও প্রেমী’, ‘ধ্যাততেরিক’, ‘শাহেনশাহ’-সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন।

Comments

The Daily Star  | English

Iran Guards say hit Israel's spy agency in Tel Aviv

Israel says conducted 'extensive strikes' in Iran's west, while explosions near Tel Aviv, sirens blare across Israel; smoke rises after explosion in Iran’s Tabriz

7h ago