৫৫ কেজি ওজনের ২০টি গাঁজার গাছসহ চাঁপাইনবাবগঞ্জে গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজলার কর্ণখালি গ্রামে আজ বৃহস্পতিবার অভিযান চালিয়ে ৫৫ কেজি ওজনের ২০টি গাঁজার গাছসহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
অভিযানে জেলার শিবগঞ্জ উপজেলার কর্ণখালি গ্রামের আতাহার হোসেনের ছেলে মিজানুর রহমানকে (৩৯) গ্রেপ্তার করা হয়।
র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কমান্ডার এএসপি আজমল হোসেন বলেন, ‘জেলার শিবগঞ্জ উপজেলার কর্ণখালি গ্রামে এক ব্যক্তি গাঁজার চাষ করছেন- এমন সংবাদের ভিত্তিতে আজ সকাল সাড়ে ৭টার দিকে র্যাবের একটি দল সেখানে যায়। র্যাব সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ২০টি গাঁজার গাছ উদ্ধার করে। যার ওজন ৫৫ কেজি। এ সময় মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়। সে নিজ আবাদী জমিতে বিশেষ কায়দায় গাঁজার চাষ করছিল।’
তাকে শিবগঞ্জ থানায় হস্তান্তর ও তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
Comments