ফরিদপুরে রক্ষণাবেক্ষণের অভাবে ৬৮৫০ পোলিও টিকা নষ্ট
ফরিদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তার কার্যালয়ে ৬৮৫০টি পোলিও টিকা নষ্ট হয়ে গেছে। এ ঘটনায় টিকা রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা তিন স্বাস্থ্যকর্মীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ।
জানা গেছে, ওই কার্যালয়ের একটি ফ্রিজে ৬৮৫০টি পোলিও ভ্যাকসিন ছিল। যা দিয়ে ২০ হাজার ৫৫০ শিশুকে পোলিও টিকা দেয়া সম্ভব হতো।
স্টোর কিপারের দায়িত্বে থাকা স্বাস্থ্য সহকারী আজিজুর রহমান গত ২৪ সেপ্টেম্বর ফরিদপুর সিভিল সার্জনকে লিখিতভাবে জানান, স্টোরে থাকা ৬৮৫০টি পোলিও অ্যাম্পুল তৃতীয় পর্যায় থেকে চতুর্থ পর্যায়ে যাওয়ার কারণে ব্যবহার অনুপোযোগী হয়ে গেছে।
সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, এ ঘটনা জানার পর ফরিদপুর জেনারেল হাসপাতালের জ্যেষ্ঠ উপদেষ্টা ঊষা রঞ্জন চক্রবর্তীকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
কমিটি গত মঙ্গলবার তদন্তকাজ শেষে সিভিল সার্জনের কাছে তাদের প্রতিবেদন দেয়।
প্রতিবেদনে স্বাস্থ্য সহকারী আজিজুর রহমান, তত্ত্বাবধান কাজে নিয়োজিত আইপিআই সুপার ইখতেখার আলম খান ও কোল্ড চেন টেকনিশিয়ান সমীর কুমার মজুমদারের বিরুদ্ধে দায়িত্ব ও কর্তব্যকাজে অবহেলার অভিযোগ আনা হয়।
ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান বলেন, তদন্ত প্রতিবেদনের আলোকে আজিজুর রহমান ও দুই পরিদর্শক ইখতেখার আলম খান ও সমীর কুমার মজুমদারকে ‘কর্তব্যকাজে অবহেলায় কেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না’ জানিয়ে গত মঙ্গলবার কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, আগামী তিন দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। জবাব সন্তোষজনক না হলে ঊর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
Comments