কক্সবাজারে ৫৬টি সোনার বারসহ ৩ চোরাকারবারি আটক

কক্সবাজারে পাঁচ কোটি ৩০ লাখ ৬৭ হাজার টাকা মূল্যের ৫৬টি সোনার বারসহ তিন চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
Coxsbazar_DS_Map.jpg
স্টার অনলাইন গ্রাফিক্স

কক্সবাজারে পাঁচ কোটি ৩০ লাখ ৬৭ হাজার টাকা মূল্যের ৫৬টি সোনার বারসহ তিন চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ বৃহস্পতিবার বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ মিয়ানমার থেকে চোরাকারবারিরা অবৈধভাবে ওই সোনা বাংলাদেশে এনে সিএনজি চালিত অটোরিকশাযোগে রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে যাচ্ছিল। এ সময়, টেকনাফ উপজেলার হোয়াইক্যং ২নং ইউপির উলুবুনিয়া নামক স্থানে কক্সবাজার রিজিয়নের ৩৪ বিজিবি এর পালংখালী বিওপির সদস্যরা ওই সিএনজিকে সন্দেহভাজন হিসেবে তল্লাশির জন্য থামায়। তল্লাশিতে সিএনজিতে থাকা তিন যাত্রীর কাছে থাকা ৫৬টি সোনার বার পাওয়া যায়।

এসব সোনার বার জব্দ করে, অবৈধভাবে সীমান্ত দিয়ে পাচার করার অপরাধে তিন চোরাকারবারিকে আটক করে বিজিবি। পরে, তাদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

এ সব সোনার ওজন ৭৯৮ ভরি ও এর বাজার মূল্য পাঁচ কোটি ৩০ লাখ ৬৭ হাজার টাকা বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ ছাড়া, জব্দকৃত সোনা কক্সবাজার ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

আটককৃতরা হলেন- মো. মনির আলম (২৬), মো. নুর আহমেদ ও মো. মামুনুর রশিদ (২৮)।

Comments

The Daily Star  | English

Rab arrests ex-DMP chief Asaduzzaman

Rapid Action Battalion last night arrested the former Dhaka Metropolitan Police (DMP) commissioner Asaduzzaman Mia at Mohakhali in the capital.

1h ago