ট্রাম্প ও মেলানিয়া কোয়ারেন্টিনে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ সহযোগী হোপ হিকসের করোনা শনাক্ত হওয়ায় তিনি ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প কোয়ারেন্টিনে রয়েছেন। ইতোমধ্যে স্ত্রী মেলানিয়া ট্রাম্প ও তার করোনা পরীক্ষাও করিয়েছেন এবং ফলাফলের অপেক্ষায় রয়েছেন।
ট্রাম্পের করা টুইটের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন’র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গতকাল করা টুইটে ট্রাম্প বলেন, ‘কোনো ধরনের ছোট বিরতি না নিয়েও কঠোর পরিশ্রম করা হোপ হিকসের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। ফার্স্ট লেডি ও আমি আমাদের ফলাফলের অপেক্ষায় আছি। মধ্যবর্তী সময়ে আমরা আমাদের কোয়ারেন্টিন প্রক্রিয়া শুরু করব।’
ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি ও ফার্স্ট লেডি হোপের সঙ্গে অনেক সময় কাটিয়েছি। হোপ খুব অসাধারণ।’
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, অন্যান্য জ্যেষ্ঠ সহযোগীদের সঙ্গে হোপও নিয়মিতই প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ভ্রমণ করেন। এর মধ্যে গত বুধবার মিনিসোটাতে একটি ক্যাম্পেইন ও মঙ্গলবার ওহিওতে প্রেসিডেন্সিয়াল ডিবেটে তিনি ট্রাম্পের সঙ্গে গিয়েছিলেন।
Comments