ট্রাম্প ও মেলানিয়ার করোনা পজিটিভ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
আজ শুক্রবার এক টুইট বার্তায় ট্রাম্প নিজে বিষয়টি জানিয়েছেন।
টুইটে ট্রাম্প বলেন, ‘আজ রাতে মেলানিয়া ও আমার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। আমরা দ্রুতই কোয়ারেন্টিন ও সুস্থ হওয়ার প্রক্রিয়া শুরু করব। একসঙ্গেই আমরা চলমান পরিস্থিতির মধ্য দিয়ে যাব।’
সিএনএন’র প্রতিবেদনে বলা হয়েছে, গণমাধ্যমে দেওয়া এক মেমোতে প্রেসিডেন্টের চিকিৎসক নেভি কমান্ডার ডা. শন কনলি জানান, ট্রাম্প ও মেলানিয়ার করোনা পজিটিভ হওয়ার বিষয়টি তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় নিশ্চিত হয়েছেন। কনলি বলেন, ‘প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি দুই জনই ভালো আছেন। করোনা থেকে সুস্থ হওয়ার এই সময়টাতে তারা হোয়াইট হাউসে তাদের ঘরে থাকবেন বলেই পরিকল্পনা করেছেন।’
‘হোয়াইট হাউসের মেডিকেল টিম ও আমি সতর্ক অবস্থানে থেকে তাদের পর্যবেক্ষণে রাখব’, বলেন তিনি। ট্রাম্প ও মেলানিয়ার পরবর্তী শারীরিক আপডেট সম্পর্কে নিয়মিত জানাবেন বলে জানিয়েছেন কনলি।
এর আগে, আরেক টুইটে ট্রাম্প তার শীর্ষ সহযোগী হোপ হিকসের করোনা শনাক্ত হওয়ার এবং স্ত্রী মেলানিয়াসহ তার কোয়ারেন্টিনে যাওয়ার বিষয়টি জানিয়েছিলেন।
গতকাল করা টুইটটিতে ট্রাম্প বলেছিলেন, ‘কোনো ধরনের ছোট বিরতি না নিয়েও কঠোর পরিশ্রম করা হোপ হিকসের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। ফার্স্ট লেডি ও আমি আমাদের ফলাফলের অপেক্ষায় আছি। মধ্যবর্তী সময়ে আমরা আমাদের কোয়ারেন্টিন প্রক্রিয়া শুরু করব।’
ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি ও ফার্স্ট লেডি হোপের সঙ্গে অনেক সময় কাটিয়েছি। হোপ খুব অসাধারণ।’
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, অন্যান্য জ্যেষ্ঠ সহযোগীদের সঙ্গে হোপও নিয়মিতই প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ভ্রমণ করেন। এর মধ্যে গত বুধবার মিনিসোটাতে একটি ক্যাম্পেইন ও মঙ্গলবার ওহিওতে প্রেসিডেন্সিয়াল ডিবেটে তিনি ট্রাম্পের সঙ্গে গিয়েছিলেন।
রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, করোনা মহামারির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছিল ট্রাম্পকে। মহামারিটিতে যুক্তরাষ্ট্রেই মারা গেছেন দুই লাখেও বেশি মানুষ।
আরও পড়ুন:
Comments