রাজশাহীতে স্বামীর ছোড়া অ্যাসিডে স্ত্রী দগ্ধ

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় স্বামীর ছোড়া অ্যাসিডে স্ত্রী দগ্ধ হয়েছেন। আজ শুক্রবার ভোররাতে এই ঘটনা ঘটে। গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ভুক্তভোগী কিশোরীর বয়স ১৫ বছর। চিকিৎসা নিয়ে তার পরিবারের সদস্যরা ব্যস্ত থাকায় এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। তবে পুলিশ তদন্ত শুরু করেছে।’
রাজশাহী
স্টার অনলাইন গ্রাফিক্স

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় স্বামীর ছোড়া অ্যাসিডে স্ত্রী দগ্ধ হয়েছেন। আজ শুক্রবার ভোররাতে এই ঘটনা ঘটে। গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ভুক্তভোগী কিশোরীর বয়স ১৫ বছর। চিকিৎসা নিয়ে তার পরিবারের সদস্যরা ব্যস্ত থাকায় এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। তবে পুলিশ তদন্ত শুরু করেছে।’

তিনি আরও বলেন, ‘দগ্ধ কিশোরীর বাড়ি উপজেলার রানীনগর গ্রামে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। ভুক্তভোগী কিশোরী সংসার করতে অসম্মতি প্রকাশ করায় তার ৩০ বছর বয়সী স্বামী অ্যাসিড হামলা চালায়। এরপর থেকে তারা সপরিবারের আত্মগোপনে চলে যান।’

‘গত চার মাস ধরে ভুক্তভোগী কিশোরী তার বাবা-মায়ের কাছে বসবাস করছিলেন। তিনি আর সংসার করতে চান না, সে কথাও স্বামীকে বলেছিলেন। আজ ভোররাতে তিনি যখন ঘুমিয়ে ছিলেন তখন তার ওপর অ্যাসিড হামলা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার মুখ এবং গলার অংশ পুড়ে গেছে’— বলেন খায়রুল ইসলাম।

Comments

The Daily Star  | English

‘Humanity must prevail’

Says UN as Israeli offensive in Gaza enters 12th month; Israeli attacks kill 61 in Gaza in 48 hours

12m ago