পিরোজপুরে সিমেন্ট বোঝাই ট্রলার ডুবে নিহত ১

পিরোজপুরের ভান্ডারিয়ার কঁচা নদীর ভাঙনে নোঙর করা সিমেন্ট বোঝাই একটি ট্রলার ডুবে ওই ট্রলারের মালিক মারা গেছেন। আজ শুক্রবার ট্রলার মালিকের মরদেহ নদী থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
Pirojpur
স্টার অনলাইন গ্রাফিক্স

পিরোজপুরের ভান্ডারিয়ার কঁচা নদীর ভাঙনে নোঙর করা সিমেন্ট বোঝাই একটি ট্রলার ডুবে ওই ট্রলারের মালিক মারা গেছেন। আজ শুক্রবার ট্রলার মালিকের মরদেহ নদী থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। 

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাকসুদুর রহমান।

নিহত ব্যক্তির নাম কাউয়ুম খান (৪০)। তিনি পার্শ্ববর্তী বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার শহীদ খানের ছেলে এবং ডুবে যাওয়া রায়হান-২ ট্রলারের মালিক।

ওসি মাকসুদুর রহমান জানান, উপজেলার তেলিখালী ইউনিয়নের পশ্চিম জুনিয়া গ্রামের কঁচা নদীতে গতকাল রাত সাড়ে আটটার দিকে হঠাৎ করে নদী ভাঙনের সময় নোঙর করা ট্রলারটি এক হাজার নয় শ বস্তা সিমেন্টসহ ডুবে যায়। ট্রলারটি সিমেন্ট বোঝাই করে মোংলা থেকে বরিশাল যাচ্ছিল। ট্রলারটি ডুবে যাওয়ার সময় চালক আব্দুল মান্নান (৬৫) এবং সহকারী ফয়সাল বেপারী (১৫) সাঁতরে উপরে উঠলেও নিখোঁজ থাকেন ট্রলার মালিক কাউয়ুম।

এরপর খবর পেয়ে বরিশাল থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল কঁচা নদীতে নিখোঁজ কাউয়ুমকে উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করে। আজ সকাল ১০ টার দিকে ওই নদী থেকে তার মরদেহ উদ্ধার করার পর তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Comments

The Daily Star  | English
engineering brain drain in Bangladesh

Why are Bangladesh's brightest engineering minds leaving?

Engineers leaving Bangladesh for better pay and opportunities.

2h ago