২৮ ঘণ্টা পর শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে পরীক্ষামূলক ফেরি চলাচল
প্রায় ২৮ ঘণ্টা বন্ধ থাকার পর সীমিত আকারে পরীক্ষামূলক ফেরি চলছে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে। আজ শুক্রবার দুপুর ২টা ৪০ মিনিটের দিকে মুন্সিগঞ্জের শিমুলিয়াঘাট থেকে কুমিল্লা ফেরিটি ছেড়ে যায়।
নৌরুটে বহরে থাকা ১৩টি ফেরির মধ্যে ছোট ২-৩টি ফেরি সন্ধ্যা পর্যন্ত চলার কথা বলছে বিআইডব্লিউটিসি। শিমুলিয়াঘাটের মেরিন কর্মকর্তা মোহাম্মদ হানিফ দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।
মোহাম্মদ হানিফ বলেন, ‘শুক্রবার দুপুর ২টা ৪০ মিনিটের দিকে শিমুলিয়া থেকে ছোট বড় মিলিয়ে ১৭টি যানবাহন নিয়ে কাঁঠালবাড়ী ঘাটের উদ্দেশ্যে ছেড়ে গেছে ফেরি কুমিল্লা। এই ফেরিটি কাঁঠালবাড়ী ঘাট থেকে যানবাহন পরিবহণ করে আবার শিমুলিয়াঘাটে আসবে।’
‘ফরিদপুর ফেরিটিও যানবাহন বহন করছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত কয়েকটি ছোট ফেরি চলাচল করবে। এরপর ফেরি বন্ধ হয়ে গেলে চায়না চ্যানেলে খননযন্ত্র দ্বারা পলি অপসারণ করা হবে,’ বলেন তিনি।
মাওয়া ট্রাফিক পুলিশ ফাঁড়ির ইনচার্জ কর্মকর্তা হেলাল উদ্দিন বলেন, ‘শিমুলিয়ায় পারের অপেক্ষায় যেসব যানবাহন আছে বেশিরভাগ পণ্যবাহী ট্রাক। নতুন যানবাহন পারের অপেক্ষায় আসছে না। তবে, জরুরি প্রয়োজন ছাড়া এই নৌরুট এড়িয়ে চলার অনুরোধ করা হচ্ছে।’
গতকাল সকাল সাড়ে ৬টায় একটি ফেরি মাদারীপুরের কাঁঠালবাড়ী ঘাট থেকে রওয়ানা করে মুন্সিগঞ্জের শিমুলিয়াঘাট পৌঁছায় সকাল পৌনে ১১টায়। পথে নাব্যতা সংকটে ফেরিটি আটকে গিয়েছিল। এরপর থেকে ফেরি পারাপার বন্ধ ছিল এই নৌরুটে।
Comments