এমসি কলেজে ধর্ষণ: রিমান্ড শেষে ৩ আসামি আদালতে, অর্জুনের স্বীকারোক্তি

সিলেটের মুরারিচাঁদ কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণ মামলার তিন আসামিকে ৫ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়েছে।
ধর্ষণ মামলার তিন আসামিকে ৫ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। ছবি: সংগৃহীত

সিলেটের মুরারিচাঁদ কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণ মামলার তিন আসামিকে ৫ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়েছে।

আসামিদের মধ্যে অর্জুন লস্কর ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং প্রধান আসামি সাইফুর রহমানও স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিচ্ছেন বলে জানা গেছে।

আজ শুক্রবার বিকেলে সাইফুর রহমান, অর্জুন লস্কর এবং রবিউল ইসলামকে সিলেট অতিরিক্ত মহানগর হাকিম জিয়াদুর রহমানের আদালতে হাজির করা হয় বলে দ্য ডেইলি স্টারকে জানান সিলেট মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশ) অমূল্য কুমার চৌধুরী।

গত রোববারে গ্রেপ্তারের পর সোমবারে তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন সহকারী মহানগর হাকিম সাইফুর রহমান।

এর আগে, গত ২৫ সেপ্টেম্বর রাত ৮টা নাগাদ কলেজের ফটকের সামনে বেড়াতে যাওয়া এক তরুণী ও তার স্বামীকে জোরপূর্বক কলেজের ছাত্রাবাসে নিয়ে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ করেন একদল তরুণ। এ ঘটনায় সেদিন রাতেই ধর্ষণের শিকার তরুণীর স্বামী বাদী হয়ে সিলেটের শাহ পরান থানায় ছয় জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত তিন জনকে সহযোগী হিসেবে উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।

আরও পড়ুন:

এমসি কলেজে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

এমসি কলেজে ধর্ষণ ঘটনায় ‘ছাত্রলীগ’র ৬ জনের নামে মামলা

এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ মামলায় আসামি যারা

এমসি কলেজের ছাত্রাবাসে অভিযান, অস্ত্র উদ্ধার

আমার দিকটাও বোঝেন, আমার কী সীমাবদ্ধতা, আমি কতটা অসহায়: এমসি কলেজের অধ্যক্ষ

ছাত্রলীগের বিরুদ্ধে এত অভিযোগ কেন?

এমসি কলেজে ধর্ষণ মামলার আরও এক আসামি গ্রেপ্তার

Comments

The Daily Star  | English

Don’t stop till the dream comes true

Chief Adviser Prof Muhammad Yunus yesterday urged key organisers of the student-led mass uprising to continue their efforts to make students’ and the people’s dream of a new Bangladesh come true.

2h ago