রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে ইইউ’র প্রতি জার্মানির আহ্বান
রাশিয়ার বিরোধী দলীয় নেতা আলেক্সি নাভালনিকে বিষ প্রয়োগের ঘটনায় রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কাছে আহ্বান জানিয়েছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস।
আজ শনিবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বিষয়টি জানানো হয়।
রয়টার্স জানায়, কয়েক সপ্তাহ আগে সাইবেরিয়ার একটি ফ্লাইটে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন নাভালনি। পরে তাকে চিকিৎসার জন্য এয়ারলিফটে জার্মানিতে নেওয়া হয়। সেখানে চিকিৎসা নিয়ে সম্প্রতি কোমা থেকে ফিরেছেন রাশিয়ার এই বিরোধী দলীয় নেতা। জার্মান চিকিৎসকরা বলেছেন, তাকে নার্ভ এজেন্ট নোভিচক বিষ প্রয়োগ করা হয়েছিল।
জার্মানি, ফ্রান্স এবং অন্যান্য পশ্চিমা দেশ নাভালনির অসুস্থতার জন্য ক্রেমলিনের কাছে ব্যাখ্যা চান। তবে রাশিয়ার দাবি, নাভালনিকে বিষ প্রয়োগের কোনো প্রমাণ পাওয়া যায়নি। তার ওপর হামলার বিষয়টিও অস্বীকার করেছে দেশটি।
জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস নিউজ পোর্টালকে টি-অনলাইনকে বলেন, ‘আমি নিশ্চিত নিষেধাজ্ঞা ছাড়া আর কোনো বিকল্প নেই।’
তিনি আরও বলেন, ‘নিষেধাজ্ঞাগুলোর অবশ্যই একটি লক্ষ্য থাকতে হবে এবং আনুপাতিকভাবে তৈরি করতে হবে। এ ধরনের আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র কনভেনশনের মারাত্মক লঙ্ঘনের জবাব না দিয়ে এড়িয়ে যাওয়া যায় না। এ বিষয়ে আমরা ইউরোপে ঐক্যবদ্ধ হয়েছি।’
‘যদি জার্মান, সুইডিশ এবং ফরাসি পরীক্ষাগুলোর ফলাফল নিশ্চিত হওয়া যায়। তাহলে, আমি নিশ্চিত ইইউ বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দেখাবে,’ বলেন মাস।
আরও পড়ুন:
নাভালনিকে নার্ভ এজেন্ট ‘নভিচক’ প্রয়োগ করা হয়: জার্মানি
কোমায় পুতিন সমালোচক নাভালনি, বিষপ্রয়োগের অভিযোগ
'নভিচক' প্রয়োগে পুতিনকে দায়ী করলেন নাভালনি, ফিরবেন রাশিয়ায়
Comments