স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপ করা স্বামী ভারতে পালানোর সময় গ্রেপ্তার
রাজশাহীর গোদাগাড়ীর সীমান্তবর্তী গ্রাম দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপ করা স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ শনিবার রাত পৌনে তিনটার দিকে পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) যৌথ অভিযানে মুরাদ আলীকে (৩০) গ্রেপ্তার করা হয়।
র্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রাত তিনটার দিকে মুরাদকে প্রত্যন্ত চর আশারিয়াদহ দিয়ে ভারতে পালানোর সময় তকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছে কোনো বৈধ কাগজপত্র ছিল না।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম জানান, পুলিশের দুটি ইউনিট ও র্যাবের একটি দল যৌথভাবে এ অভিযান চালায়।
শুক্রবার ভোরে মাদ্রাসা শিক্ষার্থী মাহবুবা তার স্বামীর ছোড়া অ্যাসিডে দগ্ধ হন। তখন তিনি মা ও ভাইয়ের সঙ্গে ঘুমাচ্ছিলেন।
এ ঘটনায় মাহবুবার মা শেফালী বেগম গোদাগাড়ী থানায় একটি মামলা দায়ের করেন বলে ওসি জানান।
পুলিশ জানায়, প্রায় এক বছর আগে মুরাদ আলীর সঙ্গে মাহবুবার বিয়ে হয়। গত চার মাস ধরে মাহবুবা তার বাবা-মায়ের সঙ্গে থাকছিলেন এবং স্বামীকে জানিয়েছিলেন তিনি বাড়িতে ফিরে যাবেন না।
দগ্ধ মাহবুবা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন আছেন। তার মুখ ও গলার অংশ পুড়ে গেছে বলে চিকিৎসকরা জানান।
আরও পড়ুন:
Comments