ঠাকুরগাঁওয়ে করোনায় স্বাস্থ্যকর্মীর মৃত্যু

ঠাকুরগাঁও সদর উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে।

গতকাল রাত সাড়ে নয়টার দিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আজ শনিবার দুপুরে ঠাকুরগাঁওয়ের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. ফিরোজ জামান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি দ্য ডেইলি স্টারকে জানান, নিহত ব্যক্তি উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী স্বাস্থ্যকর্মী ছিলেন। করোনার উপসর্গ দেখা দিলে গত ১৭ সেপ্টেম্বর তার  নমুনা সংগ্রহ করে দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে ২৪ সেপ্টেম্বর ওই স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত হয়। এরপর থেকে তিনি ঠাকুরগাঁও সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।

তার অবস্থার অবনতি হলে গত ২৭ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয় বলে জানান  ডা. ফিরোজ জামান।

এ নিয়ে ঠাকুরগাঁও জেলায় করোনা আক্রান্ত হয়ে ২১জন মারা গেলেন বলে জানান তিনি।

তিনি আরও জানান, জেলায় এ পর্যন্ত ৬১৬৮ জনের নমুনা সংগ্রহ করা হয় ও তাদের মধ্যে ৬০৬৪ জনের ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে, ১১৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৭৮৭ জন সুস্থ হয়েছেন।

Comments