এমসি কলেজে ধর্ষণ: প্রত্যক্ষদর্শীদের জবানবন্দির জন্য বিচার বিভাগীয় কমিটির নোটিশ

সিলেটের মুরারিচাঁদ কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রত্যক্ষদর্শী বা এই ঘটনার ব্যাপারে অবহিতদের জবানবন্দি সংগ্রহে উন্মুক্ত নোটিশ দিয়েছে বিচার বিভাগীয় তদন্ত কমিটি।

সিলেটের মুরারিচাঁদ কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রত্যক্ষদর্শী বা এই ঘটনার ব্যাপারে অবহিতদের জবানবন্দি সংগ্রহে উন্মুক্ত নোটিশ দিয়েছে বিচার বিভাগীয় তদন্ত কমিটি।

আজ সিলেট জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে তদন্ত কমিটির সভাপতি ও সিনিয়র জেলা ও দায়রা জজ মো. বজলুর রহমান সাক্ষরিত এক নোটিশে বলা হয়, ঘটনার প্রত্যক্ষদর্শী বা অবহিত ব্যক্তিরা আগামীকাল ৪ অক্টোবর থেকে ৭ অক্টোবর পর্যন্ত অফিস চলাকালীন কমিটির অফিস ঠিকানা জেলা ও দায়রা জজ আদালতের দ্বিতীয় তলার কনফারেন্স রুমে জবানবন্দি দিতে পারবেন।

মুরারিচাঁদ কলেজের ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ২৯ সেপ্টেম্বর হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহি উদ্দিন শামীম এর বেঞ্চ একটি সুয়োমোটো রুল জারি করে এ ঘটনা অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করেন।

সিলেটের জেলা ও দায়রা জজ মো বজললুর রহমানকে প্রধান করে মহানগর মুখ্য হাকিম মো. আবুল কাশেম, অতিরিক্ত মহানগর দায়রা জজ মমিুনুন নেছা, অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন সুলতানাকে কমিটির সদস্য করা হয়। গত ১ অক্টোবর দুপুরে তদন্ত কমিটির সদস্যরা ছাত্রবাসে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করেন।

Comments

The Daily Star  | English

187 police personnel absent from duties since August 1: PHQ

List of absentee cops include ex-DB chief Harun Or Rashid; seven addl DIGs, 2 SPs

14m ago