বিজয়ীদের পরিকল্পনা দেখেই নিজের প্রতিক্রিয়া জানাবেন বাদল রায়

যখন থেকে সালাউদ্দিনের বিরুদ্ধে নির্বাচনে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন, তখন থেকেই নানা মহল থেকে তাকে চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করে আসছিলেন বাদল।
badal roy
ছবি: সংগৃহীত

কিছু দিন আগে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছিলেন বাদল রায়। কিন্তু আগের দিন হঠাৎ করে লড়াইয়ের মঞ্চে ফেরেন। তাতে অবশ্য লাভ হয়নি। আবারো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি পদে নির্বাচিত হয়েছেন কাজী সালাউদ্দিনই। তাকেসহ বিজয়ী প্রার্থীদের নিয়ে অবশ্য কোনো মন্তব্য করতে রাজি হননি বাদল। দেশের ফুটবল নিয়ে তাদের পরিকল্পনা দেখেই নিজের প্রতিক্রিয়া জানাবেন সাবেক এ ফুটবলার।

শনিবার অনুষ্ঠিত হওয়া বাফুফে নির্বাচনে সভাপতি পদে টানা চতুর্থবারের মতো বিজয়ী সম্মিলিত পরিষদের প্রার্থী সালাউদ্দিন ভোট পেয়েছেন ৯৪টি। বাদল ৪০টি ভোট পেয়েছেন। আরেক প্রতিদ্বন্দ্বী শফিকুল ইসলাম মানিকের বাক্সে ভোট গিয়েছে মাত্র একটি। তবে বাদল কোনো ধরনের প্রচারণা ছাড়াই ভোট পেয়েছেন ৪০টি।

সভাপতি পদে সালাউদ্দিন ও সিনিয়র সহ-সভাপতি পদে সালাম মুর্শেদী ফের নির্বাচিত হলেও সহ-সভাপতি ও সদস্য পদে বেশ কিছু নতুন মুখ এসেছে। সবার ওপর কী প্রত্যাশা জানতে চাইলে দ্য ডেইলি স্টারকে বাদল বলেন, ‘এখনও বলার সময় আসেনি। তাদের পরিকল্পনা দেখে নিই। গতকাল শুনলাম আমাদের সালাম সাহেব অনেক পরিকল্পনা করেছেন।... তারপরও দেখি আমরা।’

নির্বাচিত না হলেও দেশের ফুটবলে অবদান রাখার প্রত্যয় ঝরেছে তার কণ্ঠে, ‘আমি কী হয়েছি, নির্বাচন কেমন হয়েছে সেটা কোনো ব্যাপার না।’

যখন থেকে সালাউদ্দিনের বিরুদ্ধে নির্বাচনে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন, তখন থেকেই নানা মহল থেকে তাকে চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করে আসছিলেন বাদল। নির্বাচন শেষে এদিনও জানান একই কথা, ‘একটা জিনিস বলতে পারি... নির্বাচন নিয়ে যে হারে সবাই চাপ দিয়েছে, চাপ দিলে তো যেকোনো কিছুই ঘটতে পারে।… তবে নির্বাচন হয়েছে হয়ে গেছে, তারা পাশ করেছে, এটাই বাস্তবতা।’

নির্বাচিত হলে দেশের জীর্ণ ফুটবল অঙ্গনকে পাল্টে দেওয়ার চেষ্টা করতেন বলে উল্লেখ করে কিছুটা আক্ষেপ ঝরান তিনি, ‘সত্যি কথা বলতে কী, আমি পাশ করতে পারলে, অনেক কিছু করতে পারতাম। একটা পরিকল্পনা নিয়ে নামতে পারতাম।’

Comments

The Daily Star  | English

NBR seeks bank details of Aziz, Taposh for tax scrutiny

The National Board of Revenue (NBR) has asked for bank details of five individuals, including former Army Chief Aziz Ahmed and former South City Corporation Mayor Sheikh Fazle Noor Taposh, to scrutinise their tax compliance.

1h ago