করোনাভাইরাস

মৃত্যু ১০ লাখ ৩২ হাজার, আক্রান্ত ৩ কোটি ৪৮ লাখের বেশি

স্পেনে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হচ্ছে। ১ অক্টোবর ২০২০। ছবি: রয়টার্স

বিশ্বব্যাপী প্রতিনিয়ত মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে ১০ লাখ ৩২ হাজারের বেশি মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন তিন কোটি ৪৮ লাখের বেশি। এ ছাড়া, সুস্থও হয়েছেন দুই কোটি ৪২ লাখের বেশি মানুষ।

আজ রোববার জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

জনস হপকিনস ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিন কোটি ৪৮ লাখ ২৬ হাজার ৬৭১ জন এবং মারা গেছেন ১০ লাখ ৩২ হাজার ২৩৫ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন দুই কোটি ৪২ লাখ পাঁচ হাজার ৩৬৯ জন।

করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৭৩ লাখ ৮২ হাজার ১৯৪ জন এবং মারা গেছেন দুই লাখ নয় হাজার ৩৮২ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ২৮ লাখ ৯৭ হাজার ৩২২ জন।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৪৯ লাখ ছয় হাজার ৮৩৩ জন, মারা গেছেন এক লাখ ৪৫ হাজার ৯৮৭ জন এবং সুস্থ হয়েছেন ৪৩ লাখ ৬১ হাজার ১০৮ জন।

সংক্রমণের দিক থেকে দ্বিতীয় ও মৃত্যুর দিক থেকে তৃতীয়তে থাকা ভারতে আক্রান্ত হয়েছেন ৬৪ লাখ ৭৩ হাজার ৫৪৪ জন, মারা গেছেন এক লাখ ৮৪২ জন এবং সুস্থ হয়েছেন ৫৪ লাখ ২৭ হাজার ৭০৬ জন।

মৃত্যুর সংখ্যার দিক থেকে চতুর্থতে রয়েছে মেক্সিকো। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৭৮ হাজার ৮৮০ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন সাত লাখ ৫৭ হাজার ৯৫৩ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ছয় লাখ ৩৭ হাজার ৯৯৩ জন।

ভাইরাসটির সংক্রমণস্থল চীনে আক্রান্ত হয়েছেন ৯০ হাজার ৬০৪ জন, মারা গেছেন ৪ হাজার ৭৩৯ জন এবং সুস্থ হয়েছেন ৮৫ হাজার ৫১১ জন।

উল্লেখ্য, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত তিন লাখ ৬৭ হাজার ৫৬৫ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন পাঁচ হাজার ৩২৫ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন দুই লাখ ৮০ হাজার ৬৯ জন।

Comments

The Daily Star  | English

Polls could be held in mid-February

Chief Adviser Prof Muhammad Yunus has said the next general election could be held in the week before the start of Ramadan in 2026.

1h ago