চালু হলো সিলেট-লন্ডন সরাসরি ফ্লাইট
প্রায় নয় বছরের দীর্ঘ প্রতিক্ষার পর চালু হলো সিলেট-লন্ডন-সিলেট রুটে বিমানের সরাসরি ফ্লাইট। আজ সোমবার সকাল ১১টা ১৫ মিনিটে ২৩৮ জন যাত্রী নিয়ে লন্ডনের হিথ্রো বিমানবন্দরের উদ্দেশে উড্ডয়ন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ড্রিমলাইনারের একটি ফ্লাইট (বিজি-০০১)।
এ উপলক্ষে আজ সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর লাউঞ্জে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।
উদ্বোধনী সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন বিমানের সিইও মো. মোকাব্বির হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, ‘সিলেট থেকে হিথ্রো সরাসরি ফ্লাইট চালু করায় সিলেটবাসীর দুর্ভোগ কমবে। এখন থেকে আর কষ্ট করে ঢাকায় যেতে হবে না। সিলেট অঞ্চলের যুক্তরাজ্য প্রবাসীরা সিলেট বিমানবন্দর থেকেই সরাসরি লন্ডন যাতায়াত করতে পারবেন।’
তিনি আরও বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে প্রতিনিয়ত আধুনিক করা হচ্ছে। এর বহরে যোগ দিচ্ছে নতুন অত্যাধুনিক এয়ারক্রাফট। আর একইসঙ্গে বিমানের নেটওয়ার্ক সম্প্রসারণেরও কাজ চলছে।’
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা যায়, করোনাভাইরাস পরিস্থিতির কারণে এখন পর্যন্ত সপ্তাহে একটি ফ্লাইট লন্ডন যাচ্ছে।
আগামী ২৫ অক্টোবর থেকে লন্ডন রুটে প্রতি রোববার ও বুধবার দুটি ফ্লাইট পরিচালনা করা হবে। এর মধ্যে বুধবারের ফ্লাইটটি সরাসরি সিলেট থেকে লন্ডন যাবে। আর রোববারের ফ্লাইট সিলেট থেকে ঢাকা হয়ে লন্ডনে যাবে।
উল্লেখ্য, ২০১১ সালে এ রুটে সরাসরি ফ্লাইট চালুর কিছুদিন পর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকায় সেটি বন্ধ করে দেওয়া হয়।
Comments