চাঁপাইনবাবগঞ্জে কলেজছাত্রীকে খুঁটিতে বেঁধে নির্যাতন: গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জে কলেজছাত্রীকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শুক্রবার দিনগত রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে আজ দুপুরে সংবাদ সম্মেলন করে ডিবি পুলিশ এ তথ্য জানিয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হচ্ছেন— চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বেলেপুকুর মহল্লার রেজাউল করিমের ছেলে আশিকুর রহমান সোহান (২৫)।
নির্যাতনের শিকার ওই ছাত্রী স্থানীয় একটি কলেজের দ্বাদশ শ্রেণিতে পড়েন।
শনিবার দুপুরে ডিবি’র অফিসার ইনচার্জ (ওসি) বাবুল উদ্দীন সরদার এক প্রেস বিফিংয়ে বলেন, ‘মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার মল্লিকপুর বাজারে বিকাশের দোকানে টাকা তোলা নিয়ে এজেন্টের সঙ্গে এক কলেজছাত্রীর ঝামেলা হয়। এক পর্যায়ে ছাত্রী ঘটনাস্থলে থেকে চলে গেলে এজেন্ট মালিক প্রায় এক মিলোমিটার দূর থেকে তাকে ধরে ভ্যানে করে নিয়ে গিয়ে দোকানের সামনের খুঁটির সঙ্গে বেঁধে রেখে নির্যাতন ও অকথ্য ভাষায় গালিগালাজ করে। খুঁটির সঙ্গে বেঁধে রাখা ওই ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে স্থানীয় বিকাশ এজেন্টের মালিক সোহানকে শুক্রবার দিনগত রাত ১০টার দিকে তার দোকানের কাছ থেকে গ্রেপ্তার করা হয়।’
‘এ ঘনায় তার বিরুদ্ধে নাচোল থানায় একটি মামলা দায়ের করেছে ওই কলেজছাত্রী’, বলেন ডিবির এই কর্মকর্তা।
Comments