চলচ্চিত্র শিল্পের উন্নয়নে ১ হাজার কোটি টাকার তহবিল

ছবি: সংগৃহীত

চলচ্চিত্র শিল্পের উন্নয়নে হাজার কোটি টাকার তহবিল গঠিত হচ্ছে। বন্ধ সিনেমা হল চালু, সংস্কার ও নতুন হল তৈরির জন্য স্বল্প সুদে দীর্ঘমেয়াদী ঋণ দিতে এই তহবিল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

আজ রোববার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চলচ্চিত্র নির্মাতা, গবেষক ও প্রশিক্ষকদের সঙ্গে সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা আশা করছি, আগামী কয়েক বছরের মধ্যে চলচ্চিত্র শিল্পে বিরাট পরিবর্তন আসবে। বন্ধ হয়ে যাওয়া সিনেমা হল চালু, চালু হলের সংস্কার ও আধুনিকায়ন করাসহ অনেক নতুন সিনেমাহল গড়ে উঠবে।’

তিনি আরও বলেন, ‘১৯৫৭ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরেই বাংলাদেশে জাতীয় চলচ্চিত্রের যাত্রা শুরু হয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ শিল্পের উন্নয়নের জন্য নানা উদ্যোগ নিয়েছেন। দীর্ঘমেয়াদে ঋণ দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে এক হাজার কোটি টাকার একটি তহবিল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর নির্দেশনায়।’

কবে থেকে সিনেমা হল খোলা হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। করোনা পরিস্থিতি তো যায়নি। এখনো প্রতিদিন ৩০ এর কাছাকাছি মৃত্যু হচ্ছে। যদিও আগের স্বাভাবিক অবস্থার মতো গণপরিবহন, অফিস-আদালত চালু আছে। এ বিষয়গুলো আরেকটু পর্যালোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করব। তবে, অনির্দিষ্টকালের জন্য তো সিনেমা হল বন্ধ রাখা যাবে না। স্বাস্থ্যবিধি মেনে এবং দূরত্ব বজায় রেখে আসন সংখ্যা পুনর্বিন্যাস করে চালু করা যায় কিনা- আমরা এ সপ্তাহের মধ্যে বা আগামী সপ্তাহের শুরুতে পরিস্থিতি পর্যালোচনা করে কত তারিখ থেকে খোলা যায় সেই সিদ্ধান্ত গ্রহণ করব।’

Comments

The Daily Star  | English

Netanyahu says Israel close to meeting its goals in Iran

JD Vance says US at war with Iran's nuclear programme, not Iran

19h ago