ভিনিসিয়ুস-বেনজেমার গোলে শীর্ষে রিয়াল

Vinicius Junior
ছবি: রয়টার্স

বল দখলে বেশ খানিকটা এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু সুযোগ তৈরিতে? লড়াইটা হয়েছে প্রায় সমানে সমান। রিয়ালের ১৩টি শটের বিপরীতে ১১টি শট নেয় লেভান্তে। তবে জিনেদিন জিদানের দলের যেখানে তিনটি শট ছিল লক্ষ্যে, প্রতিপক্ষের ছিল চারটি। তবে কঠিন বাধা উতরে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে লস ব্লাঙ্কোসরা।

রবিবার স্প্যানিশ লা লিগায় স্বাগতিক লেভান্তেকে ২-০ গোলে হারিয়েছে শিরোপাধারী রিয়াল। আসরে এটি তাদের টানা তৃতীয় জয়। এতে লিগের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে তারা। চার ম্যাচে তাদের অর্জন ১০ পয়েন্ট।

প্রতিপক্ষের মাঠে শুরুর দিকে ভিনিসিয়ুস জুনিয়রের গোলে এগিয়ে যাওয়া রিয়াল ব্যবধান দ্বিগুণ করে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে। চলতি মৌসুমে নিজের প্রথম গোলের দেখা পান দলটির গতবারের সর্বোচ্চ গোলদাতা করিম বেনজেমা। তবে আলাদা করে নজর কেড়েছেন গোলরক্ষক থিবো কোর্তোয়া। চারটি গুরুত্বপূর্ণ সেভ করে দলকে পূর্ণ তিন পয়েন্ট পাইয়ে দিতে অসামান্য ভূমিকা রাখেন তিনি।

সবশেষ মৌসুমে লেভান্তের মাঠে তিক্ত অভিজ্ঞতা হয়েছিল স্পেনের সফলতম ক্লাব রিয়ালের। গত ফেব্রুয়ারিতে ১-০ ব্যবধানে হেরেছিল তারা।

চার পরিবর্তন নিয়ে খেলতে নামা রিয়াল দারুণ শুরুকে কাজে লাগিয়ে এগিয়ে যায় ম্যাচের পঞ্চদশ মিনিটে। লুকা মদ্রিচের কর্নার লেভান্তের রক্ষণভাগে প্রতিহত হওয়ার পর বল পেয়ে যান ডি-বক্সে ফাঁকায় দাঁড়ানো ভিনিসিয়ুস। প্রথম দুই ছোঁয়ায় জায়গা করে নিয়ে ডান পায়ের বাঁকানো শটে লক্ষ্যভেদ করেন আগের ম্যাচের জয়ের নায়ক।

৩১তম মিনিটে সমতায় প্রায় ফিরেই গিয়েছিল স্বাগতিকরা। কিন্তু নিকোলা ভুকসেভিচের হেড বাধা পায় ক্রসবারে। পাঁচ মিনিট পর কাসেমিরোর ক্রসে দুরূহ কোণ থেকে বেনজেমার হেড গোলপোস্টের উপর দিয়ে মাঠের বাইরে চলে যায়।

বিরতির পর একের পর এক আক্রমণ-পাল্টা আক্রমণে জমজমাট রূপ ধারণ করে দুদলের লড়াই। এসময়ে আক্রমণাত্মক ফুটবল খেলে রিয়ালকে পরীক্ষায় ফেলে লেভান্তে।

karim benzema
ছবি: রয়টার্স

দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার খুব কাছে পৌঁছে গিয়েছিল লস ব্লাঙ্কোসরা। প্রতিপক্ষ রক্ষণের ভুলের পর সতীর্থের পা ঘুরে বল পাওয়া বেনজেমার শট পোস্টে লেগে লক্ষ্যভ্রষ্ট হয়।

৫২তম মিনিটে আগুয়ান লেভান্তে গোলরক্ষক এইতর ফার্নান্দেজের উপর দিয়ে চিপ করেছিলেন ভিনিসিয়ুস। কিন্তু বল চলে যায় দূরের পোস্টের সামান্য বাইরে দিয়ে। দুই মিনিট পর অবিশ্বাস্য এক মিস করেন এই তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ফরাসি স্ট্রাইকার বেনজেমার ক্রসে পা ছোঁয়ালেও ফাঁকা জালে বল জড়াতে ব্যর্থ হন তিনি।

এরপর ঘুরে দাঁড়িয়ে গোল শোধে মরিয়া হয়ে ওঠে লেভান্তে। ৫৭তম মিনিটে এনিস বার্দির শট রুখে দেন রিয়াল গোলরক্ষক কোর্তোয়া। দুই মিনিট পর দুর্দান্ত দক্ষতায় আবারও দলকে বাঁচান এই বেলজিয়ান। বার্দির শট কাসেমিরোর পায়ে লেগে দিক পাল্টে জালের দিকে যাচ্ছিল। ততক্ষণে উল্টো দিকে ঝাঁপ দিলেও পা বাড়িয়ে বল ফিরিয়ে দেন কোর্তোয়া।

৭০তম মিনিটে ফের লেভান্তের জালে বল পাঠিয়েছিল অতিথিরা। কিন্তু সার্জিও রামোসের হেড অফসাইডের কারণে বাতিল হয়। তবে ভিএআরের এই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হওয়ার অবকাশ রয়েছে।

৭৭তম মিনিটে ফের রিয়ালের ত্রাতা কোর্তোয়া। বাঁ প্রান্ত দিয়ে আক্রমণে উঠে আসা কার্লোস ক্লার্কের প্রচেষ্টা গোলপোস্ট ছেড়ে বেরিয়ে রুখে দেন তিনি। পরের মুহূর্তেই ক্লার্কের ক্রসে গঞ্জালো মেলেরোর হেড লক্ষ্যভ্রষ্ট হয়।

লেভান্তেকে হতাশ করে যোগ করা পাঁচ মিনিটের শেষ সময়ে পাল্টা আক্রমণে রিয়ালের জয় নিশ্চিত করেন বেনজেমা। বদলি নামা রদ্রিগোর কাছ থেকে মাঝমাঠে বল পেয়ে ডি-বক্সে ঢুকে এক ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে দারুণ শটে এইতরকে পরাস্ত করেন তিনি।

Comments

The Daily Star  | English

No price too high for mass deportations

US President-elect Donald Trump has doubled down on his campaign promise of the mass deportation of illegal immigrants, saying the cost of doing so will not be a deterrent.

6h ago