চুয়াডাঙ্গায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
চুয়াডাঙ্গায় এক দম্পতির গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় জেলার দামুরহুদা উপজেলার গোবিন্দপুর গ্রামে নিজ বাড়ি থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন- হাউলি ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের ইয়ার আলী (৫৮) ও তার দ্বিতীয় স্ত্রী রোজিনা খাতুন।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক বলেন, ‘ইয়ার আলী ও রোজিনা খাতুনকে শনিবার সন্ধ্যায় সর্বশেষ দেখতে পান প্রতিবেশীরা। রোববার সকাল থেকে ওই বাড়িতে কোনো আনাগোনা না দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়। কবেদ নামে এক প্রতিবেশী রোববার সন্ধ্যা ৭টার দিকে জানালা দিয়ে ঘরের ভেতরে উঁকি দিয়ে টর্চের লাইটে দুজনের মরদেহ দেখতে পান। পরে দেখা যায়, ঘরের দরজা খোলা থাকলেও পাল্লা বন্ধ ছিল।’
খবর পেয়ে দামুড়হুদা থানা পুলিশ সন্ধ্যায় তাদের মরদেহ উদ্ধার করে।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, শনিবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাদের হত্যা করেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিঃসন্তান এ দম্পতির সম্পত্তি নিয়ে আত্মীয়স্বজনদের মধ্যে বিরোধ চলে আসছিল।
ওসি আব্দুল খালেক বলেন, ‘ঘটনার তদন্ত করা হচ্ছে।’
Comments