চিকিৎসায় নোবেল পেলেন হেপাটাইটিস সি ভাইরাস শনাক্তকারী ৩ বিজ্ঞানী
হেপাটাইটিস সি ভাইরাস শনাক্ত করার জন্য আমেরিকান বিজ্ঞানী হার্ভে জে অল্টার ও চার্লস এম রাইস এবং ব্রিটিশ বিজ্ঞানী মাইকেল হিউটনকে এ বছরের চিকিৎসায় নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।
নোবেল কমিটি আজ সোমবার সুইডেনের স্টকহোমে বিশ্বের সবচেয়ে সম্মানজনক এই পুরষ্কারের জন্য তিন বিজ্ঞানীর নাম ঘোষণা করে।
নোবেল কমিটি জানায়, এই তিন বিজ্ঞানীর গবেষণার মাধ্যমে রক্তবাহিত হেপাটাইটিসের উৎসের ব্যাখ্যা পাওয়া যায়। তাদের গবেষণার সফলতায় রক্তপরীক্ষা করে ও নতুন ওষুধ তৈরি করে হেপাটাইটিস আক্রান্ত লাখ লাখ মানুষের জীবন বাঁচানো সম্ভব হচ্ছে।
‘তাদের আবিষ্কার হেপাটাইটিস সি এর জন্য অ্যান্টিভাইরাল ওষুধের দ্রুত বিকাশকে ত্বরান্বিত করবে। ইতিহাসে এই প্রথম এই রোগ নিরাময়ের সম্ভাবনা তৈরি হয়েছে। বিশ্বব্যাপী হেপাটাইটিস সি ভাইরাস নির্মূলের আশা বাড়িয়ে তুলেছে।’
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী সাত কোটিরও বেশি মানুষ হেপাটাইটিসে আক্রান্ত। প্রতি বছর এতে অন্তত চার লাখ লোক মারা যায়। রোগটি দীর্ঘস্থায়ী এবং লিভার ক্যান্সারের একটি বড় কারণ।
সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেল ১২৪ বছর আগে মর্যাদাপূর্ণ এ নোবেল পুরষ্কারের ঘোষণা দেন। করোনাভাইরাস মহামারির কারণে এ বছর চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কারের বিশেষ তাৎপর্য ছিল।
Comments