ধর্ষণের প্রতিবাদে মানিকগঞ্জে ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ

ছবি: জাহাঙ্গীর শাহ

নোয়াখালীর বেগমগঞ্জে বিবস্ত্র করে বর্বোরোচিত নারী নির্যাতন, দেশব্যাপী ধর্ষণ ও নারী নিপিড়নের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ মানিকগঞ্জ জেলা শাখার সদস্যরা।

আজ সোমবার দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্ত্বরে এ বিক্ষোভ সমাবেশ করে তারা।

দুপুর একটার দিকে শুরু হওয়া এই সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি রাসেল মাহমুদ, সাধারণ সম্পাদক মামুন শেখ, সাংগঠনিক সম্পাদক সবুজ হোসেন, যুবনেতা নাজমুল রাজুসহ অনেকে।

তারা বলেন, অপরাধীরা শাস্তি না পাওয়ায় ধর্ষণসহ অন্যান্য অপরাধ বেড়েই চলেছে। সরকার উচিৎ দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা। না হলে এই অনাচার আরও বাড়বে।

নোয়াখালীর বেগমগঞ্জে বর্বরোচিত নির্যাতন এবং দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।

Comments