অক্টোবরে ঢাকা থেকে সৌদি এয়ারলাইন্সের ৫০-৬০টি ফ্লাইট
দেশে আটকে পড়া প্রবাসী কর্মীদের সৌদি আরবে ফেরাতে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স এ মাসে ঢাকা থেকে ৫০ থেকে ৬০টি ফ্লাইট পরিচালনা করবে। এর মধ্যে ৪০টি নির্ধারিত ফ্লাইট থাকবে ও বাকিগুলো বিশেষ ফ্লাইট।
আজ সোমবার সৌদি এয়ারলাইন্সের বাংলাদেশ, মিয়ানমার ও নেপালের কান্ট্রি ম্যানেজার তারিক এ আলোয়াইদি এ তথ্য নিশ্চিত করেছেন।
এতে প্রায় ২২ হাজার প্রবাসী কর্মী সৌদি আরবে ফিরতে পারবেন বলে তিনি জানান।
বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারির কারণে নিয়মিত ফ্লাইট স্থগিত থাকায় গত মার্চ মাস থেকে কমপক্ষে ৫৫ হাজার প্রবাসী শ্রমিক সৌদি আরব যাওয়ার অপেক্ষায় আছেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সৌদি আরবের তিনটি শহরে সপ্তাহে নয়টি নন শিডিউল ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে। এদিকে, সৌদি এয়ারলাইন্স ঢাকা থেকে যতগুলো ফ্লাইট পরিচালনা করতে চায় তার অনুমতি দেবে বাংলাদেশ সরকার।
এতে উপসাগরীয় দেশগুলোতে প্রবাসী কর্মীদের কর্মস্থলে ফিরে যাওয়ার পথ সুগম হবে।
কান্ট্রি ম্যানেজার তারিক জানান, তারা সপ্তাহে গড়ে দশটি ফ্লাইট পরিচালনা করছেন। আরও বেশি সংখ্যক কর্মীকে সৌদি ফেরাতে বিশেষ ফ্লাইটের সংখ্যা বাড়ানোর চেষ্টা চলছে।
‘আমরা অক্টোবরে নির্ধারিত ও বিশেষ ফ্লাইট মিলিয়ে ৫০ থেকে ৬০টি ফ্লাইট পরিচালনার আশা করছি,’ যোগ করেন তিনি।
তিনি বলেন, ‘আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি। আমাদের টিকিট অফিস শুক্র ও শনিবারও খোলা থাকছে।’
বৈধ ভিসা ও রিটার্ন টিকিট আছে, এমন যাত্রীদের টিকিট দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
Comments