কোয়ার্টার ফাইনালে জোকোভিচ
ফরাসি ওপেনে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছেন সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ। চতুর্থ রাউন্ডেও সহজ জয় তুলে নিয়েছেন তিনি। সরাসরি সেটে বিশ্বের ১৫ নম্বর বাছাই রাশিয়ার কেরান খাচানোভকে হারিয়ে কোয়ার্টারের টিকেট নিশ্চিত করেছেন বর্তমান বিশ্বের এক নম্বর টেনিস তারকা।
সোমবার রোলাঁ গারোঁয় ক্লে কোর্টে ৩৩ বছর বয়সী জোকোভিচ খাচানোভকে ৬-৪, ৬-৩ ও ৬-৩ গেমে হারিয়েছে কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়েছেন জোকোভিচ। কোয়ার্টারে স্পেনের পাবলো কারানো বাস্তা ও জার্মানির ড্যানিয়েল আল্টমাইয়েরের মধ্যকার বিজয়ীর মুখোমুখি হবেন এ সার্বিয়ান।
দিনের অপর ম্যাচে পঞ্চম বাছাই গ্রিক তারকা স্তেফানোস সিতসিপাসকে ৬-৩, ৭-৬ (১১-৯) ও ৬-২ গেমে হারিয়েছেন বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভ। অপর ম্যাচে হাঙ্গেরির মার্টন ফুকসোভিচকে ৬-৭ (৪-৭), ৭-৫, ৬-৪ ও ৭-৬ (৭-৩) গেমে হারিয়েছেন ১৩ নম্বর বাছাই আন্দ্রে রুবলেভ।
মেয়েদের এককে চীনের ঝ্যাং সুইকে হারিয়েছেন ৭ নম্বর বাছাই চেক তারকা পেত্রা কেভিতোভা। ৬-২ ও ৬-৪ গেমে হারিয়ে কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়েছেন তিনি। অপর ম্যাচে স্পেনের বাদোসা গিবার্তকে ৭-৫ ও ৬-২ গেমে হারিয়েছেন জার্মানির লরা সিগেমুন্ড।
Comments