টাঙ্গাইলে ধর্ষণের বিরুদ্ধে শিক্ষার্থীদের মিছিল-মানববন্ধন

নোয়াখালীর বেগমগঞ্জে বিবস্ত্র করে বর্বোরোচিত নারী নির্যাতন এবং সাম্প্রতিক বিভিন্ন সংঘবদ্ধ ধর্ষণ, ধর্ষণ ও নারী নির্যাতন-নিপীড়নের প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের কর্মসূচি। ছবি: স্টার

নোয়াখালীর বেগমগঞ্জে বিবস্ত্র করে বর্বোরোচিত নারী নির্যাতন এবং সাম্প্রতিক বিভিন্ন সংঘবদ্ধ ধর্ষণ, ধর্ষণ ও নারী নির্যাতন-নিপীড়নের প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার সকাল ৯টায় প্রথমে ফাতেমা রহমান বিথী নামে করটিয়ার সরকারি সা’দত কলেজের এক শিক্ষার্থী ধর্ষণবিরোধী শ্লোগান সম্বলিত কয়েকটি প্লাকার্ড নিয়ে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে এসে অবস্থান নেয়। পরে অন্যান্য শিক্ষার্থীরা সেখানে এসে তার সঙ্গে সংহতি প্রকাশ করে।

ফাতেমা রহমান বিথী দ্য ডেইলি স্টারকে বলেন, ‘দেশজুড়ে অব্যাহতভাবে ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে আমি এই অবস্থান কর্মসূচি পালন করছি। আমি একজন নারী হিসেবে এই রাষ্ট্রে নিজেকে অনিরাপদ মনে করি। আর তাই আমি আমার নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এই অবস্থান কর্মসূচি শুরু করেছি।’

‘আপনারা যারা আমার মতোই নিজেকে এই রাষ্ট্রে, রাষ্ট্র ব্যবস্থার কাছে অনিরাপদ মনে করেন, যারা আপনাদের মা, বোন, বান্ধবী, কন্যা, স্ত্রীদের নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন, তাদের সবার প্রতি আহ্বান থাকবে, আপনারাও আপনাদের দাবিগুলো নিয়ে আমাদের পাশে এসে দাঁড়ান’, যোগ করেন তিনি।

এর আগে, সাধারণ ছাত্র-যুব অধিকার পরিষদের নেতাকর্মীদের একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে। পরে তারা শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে।

Comments

The Daily Star  | English

Dhaka stares down the barrel of water

Once widely abundant, the freshwater for Dhaka dwellers continues to deplete at a dramatic rate and may disappear far below the ground.

6h ago