করোনায় আক্রান্ত নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান। গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে।
দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন তার ঘনিষ্ঠজন গীতিকবি সুজন হাজং।
৭৯ বছর বয়সী অভিনেতা আতাউর রহমান স্বাধীনতা পরবর্তীকালে বাংলাদেশের নাট্য আন্দোলনের অন্যতম পুরোধা। বিশেষ করে এদেশের মঞ্চ নাটকের বিকাশে তার অবদান অনস্বীকার্য। মঞ্চের জন্য তিনি লিখেছেন, নির্দেশনা দিয়েছেন, অভিনয়ও করেছেন।
আতাউর রহমান ১৯৪১ সালের ১৮ জুন নোয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন।
তিনি নাগরিক নাট্য সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। এখনো নিজেকে জড়িয়ে রেখেছেন মঞ্চ-অভিনয়ে।
Comments