বান্দরবানে প্রতিবন্ধী নারী ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
বান্দরবানে মানসিক ভারসাম্যহীন নারী ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অভিযুক্ত জামাল হোসেন পটুয়াখালীর দশমিনার বাসিন্দা বলে জানিয়েছেন বান্দরবান সদর থানার পুলিশ পরিদর্শক মো. সোহাগ রানা।
'স্থানীয়রা বান্দরবান শহরের বাজারের সিসিটিভি ফুটেজ দেখে জামালকে চিনতে পারেন। পিটুনি দিয়ে গতকাল রাতে তারা অভিযুক্তকে আমাদের কাছে হস্তান্তর করেন,’ বলেন পুলিশ পরিদর্শক।
তিনি জানান, গত ২৭ সেপ্টেম্বর ধর্ষণের এ ঘটনা ঘটে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ধর্ষণের অভিযোগ স্বীকার করেছেন
গতকাল পুলিশ বাদী হয়ে ধর্ষণ মামলা করে বলে জানান পুলিশ পরিদর্শক সোহাগ রানা।
Comments