অস্ত্র মামলায় দেলোয়ার ২ দিনের রিমান্ডে
নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার হোসেনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ মঙ্গলবার বিকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুন এ আদেশ দেন।
নারায়ণগঞ্জ জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওয়াজেদ আলী খোকন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘অস্ত্র মামলায় দেলোয়ার হোসেনকে আজ আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।’
Comments