দিনাজপুরে স্কুল শিক্ষার্থী অপহরণ-সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

দিনাজপুরের বিরাল উপজেলায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী অপহরণ ও ধর্ষণ মামলায় দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার উপজেলার মুন্সিপাড়া গ্রামের সানু আরা (২৪) লিটন হোসেন (৩০) কে গ্রেপ্তার করা হয়।

আদালতের মাধ্যমে আজ গ্রেপ্তারকৃতদের দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।

কিশোরীর পরিবার জানায়, শনিবার বিকেলে টিউশন পড়তে যাওয়ার সময় স্কুল শিক্ষার্থীকে অপহরণ করে সানু। পরে ওই নারী মোস্তফা ও লিটনের হাতে তুলে দেয় তাকে। কিশোরীকে ঢাকার বাইপাইলে নিয়ে যাওয়া হয়।

বিরাল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল কাদের জানান, পরিবারের অভিযোগের পর সানু এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে। তার তথ্যের ভিত্তিতে লিটনকে গ্রেপ্তার করা হয়।

কিশোরীর বাবা গতকাল সোমবার রাতে সানু, লিটন ও মোস্তফার বিরুদ্ধে বিরাল থানায় মামলা করেন।

পুলিশ কর্মকর্তা আব্দুল কাদের জানান, নির্যাতনের শিকার কিশোরীকে উদ্ধার করা হয়েছে। মামলার আরেক আসামি মো. মোস্তফাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

Comments

The Daily Star  | English

PR system a threat to democracy: Rizvi

Under the PR system, the party, not the people, will choose MPs, he says

10m ago