আদালতে বাদল, সাজু ও ইউপি সদস্য মোয়াজ্জেম

নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার ঘটনায় প্রধান আসামি বাদল, সাজু ও ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেনকে আদালতে নেওয়া হয়েছে। আজ বিকেলে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করা হয়।
১ নং আমলি আদালতের বিচারক মাসফিকুল হকের কাছে বাদলের ১০ দিন এবং সাজু ও মোয়াজ্জেম হোসেন সোহাগের সাত দিন করে রিমান্ডের আবেদন করা হয়েছে।
এর আগে বেগমগঞ্জ মডেল থানার ওসি হারুন অর রশিদ চৌধুরী জানান, সোমবার রাতে জেলা পুলিশের একটি দল মামলার পাঁচ নম্বর আসামি সাজুকে ঢাকার শাহবাগ এলাকা থেকে গ্রেপ্তার করে। আর ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা মোয়াজ্জেম হোসেনকে একই রাতে বেগমগঞ্জের একলাশপুর থেকে গ্রেপ্তার করা হয়।
মোয়াজ্জেম হোসেন মামলার এজাহার বহির্ভূত আসামি। সোমবার আদালতে ধর্ষণের শিকার নারী জবানবন্দিতে তার বিরুদ্ধে অভিযোগ তোলেন। চাঞ্চল্যকর ধর্ষণের এই ঘটনায় ঢাকা, নারায়ণগঞ্জ ও নোয়াখালী থেকে মোট ছয় জন গ্রেপ্তার হলেন। এদের মধ্যে এজাহার ভুক্ত আসামি চার জন ও এজাহার বহির্ভূত দুই জন।
আরও পড়ুন:
নোয়াখালীতে সংঘবদ্ধ ধর্ষণ: ইউপি সদস্যসহ গ্রেপ্তার আরও ২
নোয়াখালীতে সংঘবদ্ধ ধর্ষণ: সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ভিডিও ফুটেজ সরাতে হাইকোর্টের নির্দেশ
‘অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় নির্যাতন, ভিডিও ধারণ’
নোয়াখালীতে সংঘবদ্ধ ধর্ষণ: প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪
নোয়াখালীতে গৃহবধূকে নির্যাতন ও ভিডিওধারণ, আটক ১
৯ আসামি দেলোয়ার বাহিনীর সদস্য, দেলোয়ারের নির্দেশে ঘটনা: র্যাব
Comments