৫ দলের টি-টোয়েন্টি লিগ নভেম্বরে, থাকছে নিলামও

চলতি মাসে তিন দলের দিবারাত্রির ওয়ানডে সিরিজের পর আগামী মাসে পাঁচ দলের টি-টোয়েন্টি লিগ আয়োজন করতে যাচ্ছে দেশের সর্বোচ্চ ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা।
nazmul hasan papon

শিগগিরই কোনো আন্তর্জাতিক সূচি নেই। তবে সামনের ফাঁকা সময়টা হেলায় হারিয়ে যেতে দিতেও রাজী নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেটারদের প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরানোর তোড়জোড় শুরু করেছে তারা। চলতি মাসে তিন দলের দিবারাত্রির ওয়ানডে সিরিজের পর আগামী মাসে পাঁচ দলের টি-টোয়েন্টি লিগ আয়োজন করতে যাচ্ছে দেশের সর্বোচ্চ ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা।

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন গণমাধ্যমকে বলেন, টুর্নামেন্টে বিদেশি ক্রিকেটার রাখা হবে কিনা তা এখনও নিশ্চিত নয়। নিলাম হবে নাকি দল গঠনের প্রক্রিয়া উন্মুক্ত থাকবে তাও চূড়ান্ত নয়। তবে নিলামের পক্ষেই মত দেন তিনি।

‘আমরা যেটা করছি... আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টি-টোয়েন্টি টুর্নামেন্ট করতে যাচ্ছি। এটা কর্পোরেট লিগ হবে নাকি বিসিবি স্পন্সর হবে তা এখন পর্যন্ত আমরা চূড়ান্ত করিনি। কিন্তু কোনো একটা যে হতে যাচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই। বিদেশি ক্রিকেটারদের খেলতে দেওয়া অনুমোদন করব কি করব না, এই একটা সিদ্ধান্তই আমি দিতে পারিনি। আজকের (মঙ্গলবার) দিনটা সময় নিয়েছি। আমি বলেছি, কাল-পরশুর মধ্যে জানাব।’

‘নভেম্বরের মাঝামাঝিতে (টি-টোয়েন্টি লিগ)। আলোচনা হচ্ছে পুরোটাই কর্পোরেট হবে নাকি নিলাম হবে, বিদেশি ক্রিকেটার থাকলে নিলাম হবে নাকি উন্মুক্ত করে দেওয়া হবে, যার যার মতো খেলোয়াড় নিয়ে আসবে... এই জিনিসগুলো চূড়ান্ত হয়নি। তবে নিলামই হবে। বিদেশি খেলোয়াড়দের ব্যাপারে আদৌ কিছু হবে কিনা, নিলেও কয়জন করে, নিলাম থাকবে নাকি আমরা একটা পুল দিয়ে দিব... এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়নি।’

বোর্ড প্রধান পাঁচ দলের প্রতিটিতে ১৫ জন করে খেলোয়াড় রাখার কথা জানান। যদি বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণের সুযোগ না থাকে, সেক্ষেত্রে স্থানীয় ক্রিকেটারদের নিয়েই মাঠে গড়াবে টুর্নামেন্টটি।

‘মোটামুটি সবই চূড়ান্ত। আমরা পাঁচটা দল নিয়ে টুর্নামেন্টটা করতে ইচ্ছুক। পাঁচটা দল হলে আমরা দেখেছি ৭৫ জন ঘরোয়া খেলোয়াড় হয়। ৭৫ জন খেলোয়াড় হলে ঠিক আছে। আমরা যে ধরনের চিন্তা-ভাবনা করেছি, ওই ধরনের একটা টুর্নামেন্ট আমরা করতে পারব।’

Comments

The Daily Star  | English

Metro rail services on the Agargaon-Motijheel route suspended

However, train movement from Uttara North to Agargaon section is normal

18m ago