চট্টগ্রামে ধর্ষণের অভিযোগে ৭৪ বছরের বৃদ্ধ আটক

চট্টগ্রামের রাউজান উপজেলায় ১২ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে ৭৪ বছর বয়সী বৃদ্ধকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গতকাল সোমবার রাতে র্যাবের অভিযানে উপজেলার উরকিরচর আবুরখীল নন্দনকানন এলাকা থেকে সাধন বড়ুয়া নামের ওই বৃদ্ধকে আটক করা হয়।
র্যাব-৭ এর মিডিয়া উইংয়ের সহকারী পুলিশ সুপার মাশকুর রহমান বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে জানান, ওই কিশোরী ও আসামি উরকিরচর আবুরখীল এলাকায় পাশাপাশি বাড়িতে থাকেন। গত ১ অক্টোবর ওই বৃদ্ধ কিশোরীকে বাড়ির পাশের একটি জায়গায় নিয়ে ধর্ষণ করেন।
পরে কিশোরী বাড়িতে এসে ঘটনা জানালে পরিবারের সদস্যরা স্থানীয় থানায় লিখিত অভিযোগ দেন বলে জানান এই র্যাব কর্মকর্তা।
তিনি জানান, এ ঘটনায় র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং সোমবার আসামির অবস্থান নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ধর্ষণের অভিযোগ স্বীকার করেছে বলেও জানান র্যাব কর্মকর্তা মাশকুর।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ঘটনা জানতে পেরে পুলিশ ওই কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠিয়েছে এবং ঘটনাস্থল পরিদর্শন করেছে।’
Comments