করোনাভাইরাস

আক্রান্ত ৩ কোটি ৫৬ লাখের বেশি, মৃত্যু প্রায় ১০ লাখ ৪৮ হাজার

ছবি: রয়টার্স ফাইল ফটো

বিশ্বব্যাপী প্রতিদিনই করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে ১০ লাখ ৪৭ হাজারের বেশি মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন তিন কোটি ৫৬ লাখের বেশি। এ ছাড়া, সুস্থও হয়েছেন দুই কোটি ৪৮ লাখের বেশি মানুষ।

আজ বুধবার জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

জনস হপকিনস ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিন কোটি ৫৬ লাখ ৮৬ হাজার ১৩৩ জন এবং মারা গেছেন ১০ লাখ ৪৭ হাজার ৮৩৮ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন দুই কোটি ৪৮ লাখ ৫৯ হাজার ৬৭১ জন।

করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৭৪ লাখ ৯৭ হাজার ৮৪৭ জন এবং মারা গেছেন দুই লাখ ১০ হাজার ৮৫২ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ২৯ লাখ ৫২ হাজার ৩৯০ জন।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৪৯ লাখ ২৭ হাজার ২৩৫ জন, মারা গেছেন এক লাখ ৪৬ হাজার ৬৭৫ জন এবং সুস্থ হয়েছেন ৪৩ লাখ ৯৭ হাজার ৮৮২ জন।

সংক্রমণের দিক থেকে দ্বিতীয় ও মৃত্যুর দিক থেকে তৃতীয়তে থাকা ভারতে আক্রান্ত হয়েছেন ৬৬ লাখ ৮৫ হাজার ৮২ জন, মারা গেছেন এক লাখ তিন হাজার ৫৬৯ জন এবং সুস্থ হয়েছেন ৫৬ লাখ ৬২ হাজার ৪৯০ জন।

মৃত্যুর সংখ্যার দিক থেকে চতুর্থতে আছে মেক্সিকো। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৮২ হাজার ৩৪৮ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন সাত লাখ ৯৪ হাজার ৬০৮ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ছয় লাখ ৭৬ হাজার ৯২৩ জন।

ভাইরাসটির সংক্রমণস্থল চীনে আক্রান্ত হয়েছেন ৯০ হাজার ৬৬৭ জন, মারা গেছেন ৪ হাজার ৭৩৯ জন এবং সুস্থ হয়েছেন ৮৫ হাজার ৫৫৮ জন।

উল্লেখ্য, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত তিন লাখ ৭১ হাজার ৬৩১ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন পাঁচ হাজার ৪০৪ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন দুই লাখ ৮৪ হাজার ৮৩৩ জন।

Comments

The Daily Star  | English

Govt calls for patience as it discusses AL ban with parties

Taken the initiative to introduce necessary amendments to the ICT Act, says govt

58m ago