কিরগিজস্তানের প্রধানমন্ত্রী কুবাটবেক বরোনভের পদত্যাগ
নির্বাচন-পরবর্তী বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন কিরগিজস্তানের প্রধানমন্ত্রী কুবাটবেক বরোনভ। এতে দেশটিতে ব্যাপক রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
বর্তমানে কুবাটবেক বরোনভের স্থলাভিষিক্ত হয়েছেন সাদির জাপারভ। একদিন আগে তাকে জেল থেকে মুক্ত করেন বিক্ষোভকারীরা।
এর আগে, নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে বিরোধীদলের সমর্থকেরা পার্লামেন্ট ভবনের নিয়ন্ত্রণ নিয়ে নেয়।
ব্যাপক চাপের মুখে পড়ে গত রোববার অনুষ্ঠিত নির্বাচনের ফল বাতিল করেছে দেশটির নির্বাচন কমিশন।
নির্বাচনের ফলাফলে দেখা যায়, প্রেসিডেন্ট সুরনবাই জিনবেকোভের মিত্ররা বেশিরভাগ ভোট পেয়েছেন। নির্বাচনে ব্যাপক ভোট কেনাবেচারও অভিযোগ উঠেছে।
প্রেসিডেন্ট জিনবেকোভ এখন পর্যন্ত ক্ষমতায় থাকলেও সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন।
Comments