বরিশালে ৮ম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগীর মা থানায় একটি মামলা দায়ের করেছেন।
গতকাল সন্ধ্যায় অভিযুক্ত শেখ মনির হোসেন জীবনকে (২৯) স্থানীয়রা আটক করে বরিশাল মহানগরের বন্দর থানা পুলিশের কাছে সোপর্দ করে।
ভুক্তভোগীর মা জানান, গ্রেপ্তার জীবন তাকে ধর্ম মা ডেকেছে। এ সুযোগে সে তার বাড়িতে আসা-যাওয়া করত। গতকাল দুপুরে তাদের অনুপস্থিতিতে তার মেয়েকে ধর্ষণ করে। বিষয়টি প্রতিবেশীরা জানতে পেরে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
বরিশাল মহানগর পুলিশের বন্দর থানার ওসি আনোয়ার হোসেন তালুকদার বলেন, ‘অভিযুক্তকে আটক করা হয়েছে এবং ভুক্তভোগী শিক্ষার্থীর মা বাদী মামলা দায়ের করেন।’
Comments