রাতে ফিরছে আন্তর্জাতিক ফুটবল

ইউরোপের বিভিন্ন দেশের লিগ শুরুর আগেই চলতি মৌসুমের আন্তর্জাতিক ম্যাচ শুরু হয়েছিল। এরপর একে একে প্রায় সব লিগই শুরু হয়। দুই সপ্তাহ চলার পর ফের আন্তর্জাতিক ম্যাচ ফিরছে। ফলে প্রথমবারের মতো বিরতিতে গিয়েছে ইউরোপের সেরা লিগগুলো। আজ বুধবার (৭ অক্টোবর) রাতেই মাঠে নামছে ইউরোপিয়ান জায়ান্টরা। চলবে ১৫ অক্টোবর পর্যন্ত।
ছবি: টুইটার

ইউরোপের বড় লিগগুলো শুরুর আগেই মাঠে ফিরেছিল নতুন মৌসুমের আন্তর্জাতিক ফুটবল। এরপর একে একে প্রায় সব লিগই শুরু হয়। দুই সপ্তাহ চলার পর ফের আন্তর্জাতিক ম্যাচ ফিরছে। ফলে প্রথমবারের মতো বিরতিতে গিয়েছে ইউরোপের সেরা লিগগুলো। আজ বুধবার (৭ অক্টোবর) রাতেই মাঠে নামছে ইউরোপিয়ান জায়ান্টরা। চলবে ১৫ অক্টোবর পর্যন্ত।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে প্রতিটি লিগের সূচি উলটপালট। উলটপালট আন্তর্জাতিক ম্যাচের সূচিও। দেরিতে হলেও ফিরেছে সব ধরণের ফুটবল। কিন্তু তাতেও চলছে করোনাভাইরাসের হানা। এরমধ্যেই অনেক খেলোয়াড় কোভিড-১৯ পজিটিভ হয়ে কোয়ারেন্টিনে আছেন। ইউক্রেন তো মাঠে নামানোর মতো খেলোয়াড়ই খুঁজে পাচ্ছে না। প্রীতি ম্যাচে রাত ১টায় বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে তাদের। করোনা আক্রান্ত খেলোয়াড় আছে ফ্রান্স দলেও।

ছবি: রয়টার্স

এছাড়া সুইজারল্যান্ড ও পর্তুগাল স্কোয়াডেও করোনা হানা দিয়েছে। রাত পৌনে ১টায় সুইজারল্যান্ড বিশ্বকাপের ফাইনালিস্ট ক্রোয়েশিয়া এবং পর্তুগাল ২০১০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে। একই সময়ে চার বারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি মোকাবেলা করবে তুরস্কের। আর আরেক চারবারের বিশ্বচ্যাম্পিয়ন দল ইতালি লড়বে মালডোভার বিপক্ষে।

আগামীকাল বৃহস্পতিবার উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ বাছাই পর্বে মাঠে নামবে ইউরোপের দলগুলো। পাশাপাশি চলবে প্রীতি ম্যাচও। শুক্রবার থেকে কনমেবোল অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ শুরু হবে। প্রথম দিনেই ইকুয়েডরের মুখোমুখি হবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। একই দিনে কনকাকাফ অঞ্চলের বাছাই পর্বও শুরু হবে। আর শনিবার থেকে শুরু হবে উয়েফা নেশন্স লিগের ম্যাচ।  

উল্লেখ্য, এ দফা শেষ হওয়ার পর ফের ১১ নভেম্বর ফিরবে আন্তর্জাতিক ফুটবল। চলবে ১৯ নভেম্বর পর্যন্ত।

Comments

The Daily Star  | English

Independents all-time high

The number of independent aspirants submitting nomination papers for the upcoming national polls is at an all time high.

4h ago