রাজশাহীতে ২ কেজি হেরোইনসহ আটক ১
রাজশাহীর গোদাগাড়ীতে একটি গ্রামে অভিযান চালিয়ে প্রায় দুই কেজি হেরোইনসহ এক জনকে আটক করেছে র্যাব।
আটক রাজিবুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নিউ ইসলামপুর এলাকার কাঞ্চন মিয়ার ছেলে।
র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সিনিয়র এএসপি আজমল হোসেন জানান, গোদাগাড়ীর রামনগর গ্রামে মাদক বিক্রেতার অবস্থানের খবর পেয়ে র্যাবের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা অভিযান চালায়। ১ কেজি ৯৯০ গ্রাম হেরোইনসহ রবিজুলকে হাতেনাতে আটক করা হয়েছে। তাকে গোদাগাড়ি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এই হেরোইনের আনুমানিক মূল্য দুই কোটি টাকা বলে জানান র্যাবের ওই কর্মকর্তা।
Comments