প্রবাসী বাংলাদেশিদের ভিসা- ইকামার মেয়াদ ৩০ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সৌদি আরব

প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের ভিসা ও ইকামার মেয়াদ আগামী ৩০ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সৌদি আরব। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন আজ বুধবার দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ফাইল ছবি

প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের ভিসা ও ইকামার মেয়াদ আগামী ৩০ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সৌদি আরব। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন আজ বুধবার দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।  

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত জাভেদ পাটোয়ারী তাকে এই তথ্য নিশ্চিত করেছেন।  

এর আগে গত ২৩ সেপ্টেম্বর পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, করোনার কারণে বাংলাদেশে আটকে পড়া প্রবাসী শ্রমিকদের ভিসা ও ইকামার মেয়াদ ১৭ অক্টোবর পর্যন্ত বাড়াতে সম্মত হয়েছে সৌদি আরব।

তবে অনেকেই অভিযোগ করেছিলেন ইকামা ও ভিসার মেয়াদ বাড়ানো হয়নি। বরং তাদের নিয়োগকারীদের ইকামার মেয়াদ বাড়াতে অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে বলে অভিযোগ করেন তারা। 

Comments

The Daily Star  | English

DMCH doctors threaten strike after assault on colleague

A doctor at Dhaka Medical College Hospital (DMCH) was allegedly assaulted yesterday after the death of a private university student there, with some of his peers accusing the physicians of neglecting their duty in his treatment

4h ago