স্কুলশিক্ষার্থী অপহরণ-ধর্ষণ: পুলিশ কনস্টেবলের যাবজ্জীবন কারাদণ্ড
স্কুলশিক্ষার্থী অপহরণ ও ধর্ষণের দায়ে দিনাজপুরে এক পুলিশ কনস্টেবলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ বুধবার দিনাজপুরের নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালের সিনিয়র জেলা জজ শরীফ উদ্দিন আহমেদ সাত বছর আগে হওয়া এই মামলার রায় দেন।
আদালতে আজ আসামি নবীউল ইসলাম (৩১) এর উপস্থিতিতে রায় দেওয়া হয়। তিনি ইন্ডাস্ট্রিয়াল পুলিশ কনস্টেবল ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২০ এপ্রিল দিনাজপুর শহর থেকে স্কুল শিক্ষার্থীকে নাবিউলসহ আরও দুই জন অপহরণ করে। অপহরণের পর ধর্ষণের শিকার হয় কিশোরী। পরে পুলিশের অভিযানে স্কুল শিক্ষার্থীকে উদ্ধার ও অভিযুক্তকে আটক করা হয়। এ ঘটনায় স্কুলশিক্ষার্থীর দাদী নবীউল ইসলামসহ তিন জনের বিরুদ্ধে দিনাজপুর সদর থানায় মামলা করেন। ২০১৪ সালে পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট দেয়।
আদালত পুলিশের পরিদর্শক ইসরাইল হোসেন দ্য ডেইলি স্টারকে জানান, সাক্ষ্য-প্রমাণ শেষে আজ বিচারক মামলার রায় দেন। এই মামলার বাকি দুই আসামি খালাস পেয়েছেন।
Comments