বাংলাদেশ থেকে কাঁচা পাট আমদানি করবে না ভারত
বাংলাদেশ থেকে কাঁচা পাট আমদানি করবে না ভারত। এ বিষয়ে ভারতের পাটকল মালিকদের আবেদন প্রত্যাখ্যান করে আগামী কয়েক মাসের জন্য পর্যাপ্ত কাঁচা পাট মজুত আছে বলে জানিয়েছে দেশটির জুট কমিশনার কার্যালয়।
ভারতের খাদ্য করপোরেশন ও পশ্চিমবঙ্গ সরকারের বড় আকারের অর্ডার থাকায়, চলতি বছর পাটের বস্তা ও ব্যাগের জন্য পাটকল মালিকদের কাঁচা পাটেরও বেশ চাহিদা আছে।
এ চাহিদার পরিপ্রেক্ষিতে ইন্ডিয়ান জুট মিলস অ্যাসোসিয়েশন (আইজেএমএ) বাংলাদেশ থেকে কাঁচা পাট আমদানি করতে চাইলে ভারতীয় জুট কমিশনার অফিস জানায়, 'কাঁচা পাটের মাসিক চাহিদা প্রায় সাড়ে ৫ লাখ বেইল। বাজারে বর্তমানে যা আছে এবং আগামী মাসগুলোর কথা বিবেচনা করলে পর্যাপ্ত কাঁচা পাট আছে। এখনই আমদানির কোনও প্রয়োজন নেই।'
তারা জানায়, আমদানির সিদ্ধান্তের বিষয়ে আগামী বছর জানুয়ারি-ফেব্রুয়ারিতে একটি পর্যালোচনা হতে পারে।
ভারতের বস্ত্র মন্ত্রণালয়ের সচিবকে সম্প্রতি আইজেএমএ একটি চিঠিতে জানায়, বর্তমান পরিস্থিতিতে কাঁচা পাটের আমদানি অবশ্যম্ভাবী।
এক আইজেএমএ কর্মকর্তা জানান, 'এপ্রিল মাসে ঘূর্ণিঝড় আম্ফানের কারণে পাটের ফলন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ধারণার চেয়ে কমপক্ষে ২০ শতাংশ কম উৎপাদন হয়েছে। এ কারণে আমরা পাটের ব্যাগের চাহিদা মেটানোর জন্য কেন্দ্রকে আমদানির অনুরোধ করেছি।'
ভারতে এ বছর কাঁচা পাটের উৎপাদন ৭৫ লাখ বেল হবে বলে আশা করেছিল আইজেএমএ।
Comments