এবার অস্ত্র মামলায় ৩ দিনের রিমান্ডে সাইফুর
সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণের মামলার প্রধান আসামি সাইফুর রহমানকে এবার অস্ত্র মামলায় তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকালে সিলেট মহানগর হাকিম দ্বিতীয় আদালতের বিচারক সাইফুর রহমান মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে তার রিমান্ড মঞ্জুর করেন।
দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করে আদালতের সহকারী কৌশুলি খোকন কুমার দত্ত জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এমসি কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার পর রাতে ছাত্রাবাসের বিভিন্ন কক্ষে অভিযান চালালে সাইফুর রহমানের দখলে থাকা ছাত্রাবাস তত্ত্বাবধায়কের বাংলো থেকে কিছু অস্ত্র উদ্ধার হয়। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে একটি পিস্তল, চারটি রামদা এবং বেশ কিছু লোহার রড রয়েছে। সে রাতেই ধর্ষণ মামলার প্রধান আসামি সাইফুর রহমানকে একমাত্র আসামি করে অস্ত্র আইনে আরেকটি মামলা দায়ের করে পুলিশ।
আরও পড়ুন:
এমসি কলেজে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
এমসি কলেজে ধর্ষণ ঘটনায় ‘ছাত্রলীগ’র ৬ জনের নামে মামলা
এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ মামলায় আসামি যারা
এমসি কলেজের ছাত্রাবাসে অভিযান, অস্ত্র উদ্ধার
আমার দিকটাও বোঝেন, আমার কী সীমাবদ্ধতা, আমি কতটা অসহায়: এমসি কলেজের অধ্যক্ষ
Comments