অফিসে ফিরলেন করোনা আক্রান্ত ট্রাম্প, বললেন ‘ঈশ্বরের আশীর্বাদ’
করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ শনাক্ত হওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে ওভাল অফিসে ফিরেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার এক ভিডিও বার্তায় তিনি জানান, তিনি ‘দুর্দান্ত’ বোধ করেছেন। করোনাভাইরাস আক্রান্ত হওয়াকে ‘ঈশ্বরের আশীর্বাদ’ বলেও উল্লেখ করেন তিনি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্টের শরীরে ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে কোভিড-১৯’র কোনো উপসর্গ নেই। গত চার দিন তার জ্বর হয়নি বলে জানিয়েছেন প্রেসিডেন্টের চিকিৎসক ডা. শন কনলি।
নিজে যা চিকিৎসা পেয়েছেন যুক্তরাষ্ট্রের সব মানুষের কাছে যেন তা পৌঁছে যায় এমনটাই চান প্রেসিডেন্ট ট্রাম্প।
গত সপ্তাহে ট্রাম্পের শরীরে এক ধরনের অ্যান্টিবডির ককটেল প্রয়োগ করা হয়, তিনি সেটির প্রশংসা করেছেন।
রিজেনেরন ফার্মাসিউটিক্যালসের উৎপাদিত ওই ওষুধ বিনা মূল্যে দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
তবে, যুক্তরাষ্ট্রের ফেডারেল নিয়ন্ত্রণ সংস্থা এখনো রিজেনেরন ফার্মাসিউটিক্যালসের ওষুধটির অনুমোদন দেয়নি।
ভিডিও বার্তায় ট্রাম্প বলেন, ‘আমি এতে আক্রান্ত হয়েছি। এটাকে ঈশ্বরেরই আশীর্বাদ বলে মনে হচ্ছে। এই আশীর্বাদ ছদ্মবেশ ধরে এসেছে। আমি ওষুধটির কথা শুনেছিলাম। আমি বলেছিলাম, এটি আমাকে নিতে দিন। আর তা অবিশ্বাস্য কাজ করেছে।’
এই ওষুধের জন্য জরুরিভিত্তিতে ব্যবহারের অনুমোদন চাইবেন বলে জানিয়েছেন তিনি।
মহামারির জন্য আবারও চীনকে আক্রমণ করে আমেরিকানদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘আপনাদের এটার জন্য মূল্য দিতে হবে না। কারণ যা ঘটেছে তাতে আপনাদের কোনো দোষ নেই। এটা চীনের দোষ। এবং চীনকে এর চড়া মূল্য দিতে হবে।’
এর আগে প্রেসিডেন্টের চিকিৎসক ডা. শন কনলি জানান, শুক্রবার হাসপাতালে যাওয়ার পর থেকে ট্রাম্পকে অক্সিজেন দেওয়ার প্রয়োজন হয়নি। সোমবার হাসপাতাল থেকে ফেরেন তিনি।
প্রেসিডেন্ট ট্রাম্প হাসপাতাল থেকে ফেরার পর ও অন্য সহকর্মীদের করোনা শনাক্ত হওয়ার খবর প্রকাশের পরে হোয়াইট হাউসে নতুন করে সুরক্ষা ব্যবস্থা নেওয়া হয়েছে।
আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।
Comments