সেরা হতে মনস্তাত্ত্বিক উন্নতির চেষ্টায় বাবর
সামর্থ্যে নিয়ে কোন সংশয় নেই বাবর আজমের। পারফরম্যান্স দিয়েও স্কিলের ছাপ রেখেছেন অনেকবারই। তবে সেরা হওয়ার সম্ভাবনাময় হয়ে থাকা আর সেরা হয়ে যাওয়ার মধ্যে তফাত অনেক। তা বুঝতে পেরেই নিজেকে সেই পথে নেওয়ার চেষ্টা চালাচ্ছেন পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক।
পাকিস্তানের সর্বশেষ ইংল্যান্ড সফরে ঝলমলে শুরু করেছিলেন তিনি, তবে ধারাবাহিকতা রাখতে পারেননি। উঠা নামার মধ্য দিয়েই গেছে তার পারফরম্যান্সের গ্রাফ। সিরিজ শেষে ইংল্যান্ডেই ছিলেন বাবর। কাউন্টি ক্লাব সামারসেটের হয়ে খেলেছেন টি-টোয়েন্টি ব্লাস্টে।
এই ডানহাতি নান্দনিক ব্যাটসম্যানের উপলব্ধি স্কিলের সঙ্গে ঝালাই করতে হবে মনস্তাত্ত্বিক ব্যাপারও। পিসিবির পডকাস্টে বাবর জানিয়েছেন, কাজ করছেন তা নিয়েই, ‘গ্রেট ক্রিকেটার সেই, যে চাপের মধ্যেও খেলার ভেতর থাকতে পারে, মনঃসংযোগ নষ্ট হয় না। আমি মানসিক দিকের এই উন্নতি নিয়ে কাজ করছি, কারণ আমার মনে হয় সাফল্য পাওয়ার এটাই উপায়।’
কঠোর অনুশীলন করে মাঠে নেমেই সাফল্যের নিশ্চয়তা থাকে না। স্কিল আছে, প্রস্তুতিরও ঘাটতি নেই। এই অবস্থায় আত্মবিশ্বাসটাও যদি তাকে তাহলে বেরিয়ে আসে দারুণ কিছু। এই আত্মবিশ্বাসের টনিক খুঁজতে অনেক কুসংস্কারের আশ্রয় নিতেও দেখা যায় ক্রিকেটারদের। বাবর জানালেন, ব্যাট করতে নামার আগে তার পন্থা প্রচুর কথা বলা। এভাবেই নাকি স্নায়ুচাপ সরিয়ে স্বস্তি খুঁজেন তিনি, ‘ব্যাট করতে যাওয়ার আগে অনেকে অনেক কিছু করে। আমি ড্রেসিং রুমে সতীর্থদের সঙ্গে অনেক কথা বলি, যা আমাকে শান্ত রাখে। বিশেষ অরে ব্যাট করতে যাওয়ার আগে আমি একদম চুপ থাকতে পারি না।’
Comments